Trade License – বাড়িতে বসেই মাত্র কয়েক মিনিটে ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করবেন কিভাবে? জেনে নিন।

Trade License – আপনি যদি একজন ব্যবসায়ী হয়ে থাকেন অর্থাৎ আপনার যদি কোন ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে থাকে, তাহলে ট্রেড লাইসেন্স (Trade License) আপনার ব্যবসার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। আপনার ব্যবসা ছোট কিংবা বড় ট্রেড লাইসেন্স থাকা কিন্তু অত্যন্ত জরুরী। ট্রেড লাইসেন্স থাকলে আপনি খুব সহজেই আপনার ব্যবসার জন্য একটি লোন নিতে পারেন। ব্যবসায়ী কারো বিভিন্ন সুবিধা যেমন কারেন্ট একাউন্ট খুলতেও ট্রেড লাইসেন্স থাকা আবশ্যিক।

আজ আমরা জেনে রাখবো আপনি কিভাবে বাড়িতে বসে খুব সহজেই আপনার ব্যবসার ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন। ট্রেড লাইসেন্স করতে যে সমস্ত ডকুমেন্টের প্রয়োজন হবে, তা নিচে উল্লেখ করা হয়েছে। তাই আমাদের একান্ত অনুরোধ প্রতিবেদনটি শেষ পর্যন্ত পরবেন।

কি কি ডকুমেন্টের প্রয়োজন ট্রেড লাইসেন্স (Trade License) এর জন্য দেখুন।

  • একটি আইডি প্রমাণ পত্র যেমন প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ড এবং পাসপোর্ট যেকোনো একটি।
  • জমির রেকর্ড বা ভাড়ার রসিদ (যেখানে আপনি ব্যবসা করবেন আপনি সেই জায়গার)।
  • আবেদনকারীর সক্রিয় মোবাইল নম্বর।
  • Municipality or Gram panchayat আপডেট Tax রসিদ।

আরও পড়ুন – এবার খুব সহজেই বাড়িতে বসে রেশন কার্ডের ভুল তথ্য সংশোধন করে নিন। Ration card Correction update.

অনলাইন ট্রেড লাইসেন্স (Trade License) আবেদন করার পদ্ধতি।

  • ১) প্রথমে আপনাকে ট্রেড লাইসেন্সের অফিসিয়াল ওয়েবসাইট এ যেতে হবে।
  • ২) এরপর আপনাকে ট্রেড এনওসি অপশনে ক্লিক করতে হবে।
  • ৩) এরপর আপনার সামনে একটি আবেদন পত্র ওপেন হবে।
  • ৪) এই ফর্মে আপনার সামনে ডিটেলস অফ প্রপোজ ট্রেড বলে একটি অপশন থাকবে, সেখানে আপনাকে আপনার দোকানের নাম দোকানে টাইপ দিতে হবে।
  • ৫) এরপর আপনার সামনে অ্যাপ্লিকেশন ডিটেলস অপশন থাকবে যেখানে আপনার নাম ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস, অ্যাড্রেস প্রুফ,আইডেন্টিটি প্রুফ প্রভৃতি দিতে হবে।
  • ৬) এরপর আপনার সামনে এড্রেস অফ অ্যাপ্লিকেশন বলে একটি অপশন থাকবে সে ক্ষেত্রে আপনার এড্রেস যদি ওপরে অ্যাড্রেস এর সঙ্গে একই হয় তবে সেম অ্যাসভাবশালী ক্লিক করবেন না হলে নতুন এড্রেসটি এখানে দিয়ে দেবেন।
  • ৭) এরপর ফরমে অর্গানাইজেশন ডিটেলস বলে একটি অপশন থাকবে সেখানে আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠান অথবা দোকানের লাস্ট ইয়ারের ত্রান ওভার আপনি দোকানের পিছনে কত টাকা ইনভেস্ট করেছেন আপনার কর্মী সংখ্যা কত প্রভৃতি সমস্ত কিছু ডিটেলস চাওয়া হবে।
  • 8) এর পর আপনাকে আপনার দোকানের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে ।
  • ৯) এরপর আপনাকে ডকুমেন্ট আপলোড অপশনে গিয়ে আপনার সমস্ত ডকুমেন্ট আপলোড করে দিতে হবে। এবং সাবমিট ক্লিক করে পুরো এপ্লিকেশনটিকে সাবমিট করতে হবে।
  • ১০) আপনার সামনে একটি একনলেজমেন্ট নাম্বার আসবে সেটিকে যত্ন করে রেখে দিন।
  • ১১) এরপর আপনার সামনে একটি পেমেন্ট অপশন আসবে তারপর তিন বছর ট্রেড লাইসেন্সের দরুন আপনাকে দেড়শ টাকা পেমেন্ট করতে হবে। অর্থাৎ বছরে যার মূল্য দাঁড়াচ্ছে 50 টাকা।
  • ১২) এরপর আপনি আপনার ট্রেড লাইসেন্স ডাউনলোড করে নিতে পারবেন।
  • ১৩) যদি কোনো কারণে আপনার পেমেন্ট ফেল হয়ে যায় সেক্ষেত্রের এনওসি অপশনে গিয়ে নলেজমেন্ট নাম্বার দিয়ে লগইন করে আপনি আবারো পেমেন্ট করে আপনার ট্রেড লাইসেন্স ডাউনলোড করে নিতে পারবেন।

এভাবে খুব সহজে আপনি বাড়িতে বসে কোনরকম ঝঞ্ঝাট ছাড়াই আপনার ব্যবসার জন্য ট্রেড লাইসেন্স তৈরি করে নিতে পারবেন।

আরও পড়ুন – সরকার দেবে বিনামূল্যে জমি ও বাড়ি, “নিজ গৃহ নিজ ভূমি” প্রকল্পে। | Nijo Griha Nijo Bhumi Scheme 2023.

Join Join