PMMVY – এই প্রকল্পে এবার দেশের সমস্ত মহিলারা পাবেন বছরে 5000 টাকা !

PMMVY – দেশের অন্তঃসত্ত্বা মহিলাদের জন্য বিভিন্ন সময় বিভিন্ন নতুন নতুন স্কিম নিয়ে আসে কেন্দ্রীয় সরকার। এবারও তার অন্যথায় হবে না। এবারও অন্তসত্ত্বা মহিলাদের জন্য এক বিরাট সুখবর নিয়ে এলো কেন্দ্রীয় সরকার। আপনি অন্তস্তরটা অথবা আপনি আপনার শিশুকে স্তন দুগ্ধ পান করিয়ে থাকছেন তাহলে আপনি পেতে পারেন এককালীন ৫০০০ টাকা। কেন এবং কিভাবে পাবেন এই টাকা চলুন জেনে নেওয়া যাক।

যে সমস্ত মহিলারা বর্তমানে গর্ভবতী অথবা সদ্য তাদের শিশুর জন্ম দিয়েছেন এবং তাদেরকে স্তন দুগ্ধ পান করান। তারাই পেতে চলেছেন এই বিশেষ সুবিধা। এই যোজনার মাধ্যমে সরকার গর্ভবতী মা এবং সদ্যোজাত মা ও শিশুদের অপুষ্টি দূর করতে চায়। এই যোজনার অধীনে অন্তঃসত্ত্বা ও সদ্য সন্তানের জন্ম দেওয়া মায়েরা প্রতি বছর নিজেদের অ্য়াকাউন্টে ৫ হাজার টাকা করে পাবেন। এই যোজনার (PMMVY) নাম প্রধানমন্ত্রী মাত্রু বন্দনা যোজনা।

আরও পড়ুন – Lokprasar Prakalpa – রাজ্যের নতুন প্রকল্প, আবেদন করলে মাসে ১০০০ টাকা পাবেন! কীভাবে আবেদন করবেন জানুন।

PMMVY এই প্রকল্পে কি সুবিধা পাবেন?

মহিলারা প্রতিবছর এই পাঁচ হাজার টাকা পাবেন। এবং এটি পাবেন মোট তিনটি কিস্তিতে। আপনি এই প্রকল্পে আবেদনের পর সঙ্গে সঙ্গে পাবেন প্রথম কিস্তির এক হাজার টাকা। তারপর আপনি যখন ছমাসের সময় ডাক্তারের কাছে চেকআপ করাতে যাবেন তখন আপনি পাবেন দ্বিতীয় কিস্তি দুই হাজার টাকা। এবং সন্তান প্রসবের পর আপনি পাবেন তৃতীয় কিস্তির আরো দুই হাজার টাকা।

PMMVY এই প্রকল্পে কারা আবেদন করতে পারবেন?

তবে এই প্রকল্পের (PMMVY) আবেদনের একটি শর্ত রয়েছে, দৈনিক মজুরি স্কেলে কর্মরত মহিলারা অর্থাৎ যারা দিনমজুর অথবা শ্রমিকের কাজ করেন তারা শুধু মাত্র এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে। কারণ গর্ভবতী থাকা অবস্থায় মহিলারা অনেকেই এই দিনমজুরির কাজ অথবা শ্রমিকের কাজ করতে পারেন না তার ফলে তাদের সংসারে অভাব অনটন দেখা দিতে পারে এবং তারা নিজেদের যত্ন টাকার অভাবে ঠিকমতো ভাবে নাও নিতে পারেন।

ফলে শিশু এবং মা দুজনেরই অপুষ্টি জনিত রোগ দেখা দিতে পারে। এই সমস্ত প্রবলেম দূর করতেই এই যোজনা নিয়ে এসেছে কেন্দ্রীয় সরকার। তবে এই ক্রিম ব্যবহার আগে সেই মহিলার অর্থনৈতিক অবস্থা ভালোভাবে বিবেচনা করে তারপর এই স্কিম দেয়া হবে। এবং সেই মহিলার স্বামী যদি কোন কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের অধীনে কর্মরত হয় সে ক্ষেত্রে তারা কোনভাবেই এই প্রকল্পের (PMMVY) সুবিধা নিতে পারবেন না।

আরও পড়ুন – PM Sauchalay Yojana – আবেদন করুন প্রধানমন্ত্রী শৌচালয় যোজনায় এবং পেয়ে যান ১২,০০০ টাকা।

Join Join