পশ্চিমবঙ্গ সরকার সাধারণ মানুষের সুবিধার জন্য নানান ধরনের জনকল্যাণমুখী প্রকল্পের সূচনা করেছেন। শিশু থেকে বৃদ্ধ এবং নারী পুরুষ নির্বিশেষে সকলেই এই সব প্রকল্পের সুবিধা উপভোগ করছেন। পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন সমাজকল্যানমূলক প্রকল্পের মধ্যে অন্যতম একটি প্রকল্প হল ‘মানবিক প্রকল্প’ Manabik Prakalpa বা ওয়েস্ট বেঙ্গল ডিসেবিলিটিস পেনশন স্কিম।প্রতিবন্ধী মানুষদের জন্য এই মানবিক প্রকল্প চালু করা হয়েছে।
সারা পৃথিবীতে অনেক প্রতিবন্ধী রয়েছে। যারা প্রতিবন্ধী মানুষ তাদের দুঃখের অন্ত নেই। প্রতিবন্ধীদের জীবনে বিভিন্ন সমস্যায় পড়তে হয়। জীবনযাপনের ক্ষেত্রে তাদের প্রতিবন্ধকতা এক অন্তরায় হয়ে দাঁড়ায়। একদিকে প্রতিবন্ধী হওয়ার প্রতিকূলতা তার উপরে অর্থহীনতা একজন মানুষকে চরম অসহায় ও নিঃস্ব করে তোলে।
আরও পড়ুন – এবারে প্রতি মাসে রাজ্য সরকারের থেকে পাবেন ১৫০০ টাকা
প্রতিবন্ধীদের এই সমস্ত সমস্যার কথা মাথায় রেখেই পশ্চিমবঙ্গ সরকার মানবিক পেনশন প্রকল্প প্রকল্প চালু করেছে। এই প্রকল্প সূচনা করার মূল লক্ষ্যই হচ্ছে অক্ষম ব্যক্তিদের আর্থিক সুবিধা প্রদান করা। যাতে তারা নিজেরাই নিজের ব্যবস্থা করে নিতে পারেন। অর্থ ছাড়া মানুষের বেঁচে থাকা অবম্ভব।
মানবিক প্রকল্প (Manabik Prakalpa) কি?
পশ্চিমবঙ্গ সরকারের তরফে মানবিক প্রকল্পের মাধ্যমে প্রতিবন্ধীদের আর্থিক দুশ্চিন্তা থেকে মুক্ত করার জন্য মাসে ১০০০ টাকা করে দেওয়া হয়।
এই প্রকল্প কবে থেকে চালু হয়?
২০১৮-১৯ সালের শীতকালীন অধিবেশনে সরকার জনকল্যাণমুখী এই প্রকল্পের ঘোষণা করেছে।
মানবিক প্রকল্পের (Manabik Prakalpa) উদ্দেশ্য?
মানবিক প্রকল্পের মূল উদ্দেশ্য হলো প্রতিবন্ধী মানুষদের কাছে আর্থিক সাহায্য পৌঁছে দেওয়া। প্রতিবন্ধকতার কারনে অনেকেই চাকরি বা ব্যবসা করে ইনকাম করতে পারেন না।তাই পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে প্রতি মাসে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিছু টাকা দেওয়া হয়, এর ফলে তাদের আর্থিক দুশ্চিন্তা দূর হচ্ছে।
মানবিক প্রকল্পের (Manabik Prakalpa) সুবিধা কারা কারা পাবেন?
১) বিশেষভাবে অক্ষম যে সমস্ত শিশু, নারী ও পুরুষের প্রতিবন্ধীকতা কমপক্ষে ৪০% বা এর ওপরে তারা এর সুবিধা পাবে।
২)আবেদনকারী প্রতিবন্ধী ব্যক্তির প্রতিবন্ধী শংসাপত্র না থাকতে হবে।
৩)আবেদনকারীকে পশ্চিমবঙ্গের একজন বাসিন্দা হতে হবে।
৪) আবেদনকারীকে পশ্চিমবঙ্গে কমপক্ষে ১০ বছর থেকে থাকতে হবে।
৫)আবেদনকারী প্রতিবন্ধী ব্যক্তি পারিবারিক বাৎসরিক আয় এক লক্ষ টাকার কম হতে হবে।
৬)আবেদনকারীকে তার প্রতিবন্ধীকতার জন্য অন্য কোন রাজ্য / কেন্দ্রীয় সরকারের ভাতা প্রকল্পে অন্তর্ভুক্ত থাকা চলবে না।
মানবিক প্রকল্পের (Manabik Prakalpa) আবেদন পদ্ধতি?
মানবিক প্রকল্পের আবেদন প্রক্রিয়া অফলাইনের মাধ্যমে সম্পন্ন হবে। যে সমস্ত প্রতিবন্ধী আবেদনকারীরা গ্রামাঞ্চলে বসবাস করেন তাদেরকে এই প্রকল্পে আবেদন করার জন্য বিডিও অফিসে যেতে হবে। আর যে সমস্ত আবেদনকারীরা শহরাঞ্চলে বসবাস করেন তাদের মহকুমা অফিসে আবেদন করতে যেতে হবে।
এছাড়াও দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমেও এই প্রকল্পের আবেদন করা যাবে। সেক্ষেত্রে আবেদনকারী ব্যক্তির এলাকায় কবে কবে দুয়ারে সরকারের ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে তার খোঁজ রাখতে হবে।
মানবিক প্রকল্পের আবেদনের প্রয়োজনীয় ডকুমেন্টস কি কি লাগবে?
১) আবেদনকারীর পাসপোর্ট সাইজ রঙিন ছবি।
২) প্রতিবন্ধীর সার্টিফিকেট।
৩) ব্যাংকের বইয়ের প্রথম পেজের ছবি।
৪) রেশন কার্ড/ আধার কার্ড/ ভোটার কার্ড-এর জেরক্স।
৫) রেসিডেন্সিয়াল সার্টিফিকেট।
৬) ইনকাম সার্টিফিকেট।
আরও পড়ুন – আজ থেকে শুরু দুয়ারে সরকার ক্যাম্প, এবারে নতুন কি সুবিধা পাবে জানুন