ভারতীয় নাগরিকদের কাছে বর্তমানে আধার কার্ড একটি গুরুত্বপূর্ণ নথি। নতুন সিম নেওয়া থেকে ব্যাংকের একাউন্ট খোলা সব কাজেই লাগে এই আধার কার্ড। এবার এই আধার কার্ডে এলো এক নতুন নিয়ম। পাঁচ বছরের নিচে শিশুদেরও (Aadhaar Card for Children) তৈরি করতে হবে আধার কার্ড। যেটি হবে নীল রঙের। এর আগে এটি তৈরির ক্ষেত্রে বার্থ সার্টিফিকেটের জন্য অপেক্ষা করতে হত। কিন্তু এখন বার্থ সার্টিফিকেট ছাড়াই বাড়িতে বসে আপনি তৈরি করে নিতে পারেন আপনার সন্তানের আধার কার্ড।
Uidai তাদের শিয়াল টুইটার হেন্ডেল দ্বারা টুইট করে জানিয়েছেন, আপনার বাড়িতেও যদি ৫ বছরের চেয়ে কমবয়সী কোন শিশু থেকে থাকে তবে নীল আধার কার্ডের জন্য তার নাম নথিভুক্ত করা অত্যন্ত জরুরি। আর তার জন্য পাঁচ বছরের নিচের বাচ্চাদের নীল রঙের আধার কার্ড (Aadhaar Card for Children) বানাতে হবে। কিন্তু আপনি এই আধার কার্ড কিভাবে বানাবেন তাই আমরা আজ এই প্রতিবেদনে জানাবো।
আরও পড়ুন- এটিএম থেকে ফাটা নোট পেয়েছেন! জেনে নিন পরিবর্তনের পদ্ধতি
নীল আধার কার্ড (Aadhaar Card for Children) বানানোর পদ্ধতি
১) যেই বাচ্চা নীল আধার কার্ড বানানো হবে সেই বাচ্চা সহ বাবা-মাকে আধার সেন্টারে যেতে হবে।
২) সেখানে গিয়ে আধার রেজিস্ট্রেশন ফর্ম নিয়ে সেটিকে পূরণ করতে হবে।
৩) আধার সেন্টারে ডকুমেন্ট হিসেবে সঙ্গে রাখতে হবে বাচ্চার জন্ম সার্টিফিকেট এবং বাবা-মায়ের আধার কার্ড। UIDAI এর তরফে একটি নির্দেশিকায় জানানো হয়েছে যে, শিশুদের নীল আধার কার্ডের (Aadhaar Card for Children) জন্য আবেদন করার ক্ষেত্রে শিশুর বাবা এবং মা দুজনেরই আধার কার্ড থাকা বাধ্যতামূলক।
৪) আধার সেন্টারে অফিসাররা বাচ্চার ছবি নেবে এবং বাকি তথ্যগুলি ঠিক মতো ভাবে ফিলাপ করবে।
৫) বাবা অথবা মা আছে কোন একজনের আধার নাম্বার বাচ্চার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করাতে হবে।
৬) এরপর আপনার থেকে একটি মোবাইল নাম্বার নেয়া হবে যেটি আপনার আধার কার্ডের সঙ্গে রেজিস্টার করা হবে। এবং সেই নাম্বারে আপনার এই আধার অ্যাপ্লিকেশন এর একটি এসএমএস চলে আসবে।
৭) এরপর ৭ দিনের মধ্যেই আপনার দেওয়া এড্রেসে বাচ্চার নীল আধার কার্ড পৌঁছে যাবে।
8) এছাড়া এ সম্পর্কে আরো তথ্য পেতে চাইলে আপনি আধারের অফিশিয়াল নাম্বার ১৪৮৭ এই টোল ফ্রি নাম্বারে কল করে আপনার সমস্ত দাউ ক্লিয়ার করতে পারেন ।
এবার প্রশ্ন হল কিন্তু আপনি জানবেন কি করে আপনার বাড়ির কাছাকাছি কোথায় আঁধার এনরোলমেন্ট সেন্টার রয়েছে ? এই বিষয়ে জানতে সাহায্য করবো আমরা। নিচের দেওয়া স্টেপ গুলি ফলো করুন এবং জেনে নিন কিভাবে আপনি আপনার নি কথা বলতে আধার সেন্টার খুজে পাবেন।
১) সবার আগে আপনি https://appointments.uidai.gov.in/easearch.aspx এই ওয়েবসাইটে যান।
২) কি ওয়েবসাইটে গেলে আপনার সামনে একটি পেজ ওপেন হবে।
৩) এবারে আপনি ওই ওয়েবসাইটে একটি অপশন দেখতে পাবেন ফাইন্ড ইউর আধার এনরোলমেন্ট সেন্টার।
৪) এই অপশনে ক্লিক করে আপনার থেকে যে সমস্ত তথ্য চাওয়া হবে সেতো অবস্থা তথ্য ঠিকভাবে ফিলাপ করুন।
৫) এরপর আপনার সামনে আপনার নিকটবর্তী অনেকগুলি আধার সেন্টারের লিস্ট দেওয়া হবে।
৬) আপনি আপনার পছন্দমত একটি আধার সেন্টার বেছে নিন। এবং সেখানে পৌঁছে যান।