Aikyashree Scholarship – পশ্চিমবঙ্গে বসবাসকারী সংখ্যালঘু শ্রেণী ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় সাহায্য করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের একটি উল্লেখযোগ্য স্কলারশিপ হলো ঐক্যশ্রী। প্রথম শ্রেণী থেকে শুরু করে গ্র্যাজুয়েশন, ডিপ্লোমা সহ পিএইচডি স্তরের ছাত্র-ছাত্রীরাও এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন।
এই স্কলারশিপ (Aikyashree Scholarship) মূলত তিনটি ভাগে প্রদান করা হয়।
১) প্রি-ম্যাট্রিক স্কলারশিপ।
২) পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ।
৩) মেরিট কাম মিনস স্কলারশিপ।
আরও পড়ুন – Scholarship 2023 – মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পাশ পড়ুয়াদের জন্য “ভগবত গীতা স্কলারশিপ” চালু করা হয়েছে।
প্রি-ম্যাট্রিক স্কলারশিপে আবেদনের যোগ্যতা।
পশ্চিমবঙ্গের স্থায়ীভাবে বসবাসকারী প্রথম থেকে নবম শ্রেণীর পড়ুয়ারা এই (Aikyashree Scholarship) স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন। পারিবারিক বার্ষিক আয় দু লক্ষ টাকার কম হওয়া আবশ্যিক। বৃত্তির পরিমাণ- বার্ষিক ১১০০ টাকা থেকে ১১০০০ হাজার টাকা বৃত্তি প্রদান করা হবে ।
পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ আবেদনের যোগ্যতা।
পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠরত একাদশ থেকে পিএইচডি শিক্ষার্থীরা যেকোনো ছাত্রছাত্রী এই স্কলারশিপ (Aikyashree Scholarship) এর জন্য আবেদন করতে পারেন। এক্ষেত্রেও পরিবারের বার্ষিক আয় দু লক্ষ টাকার বেশি হয় চলবে না। এই স্কলারশিপে ছাত্রছাত্রীরা ১৬,৫০০ টাকা পর্যন্ত পাবে।
মেরিট কাম মিনস স্কলারশিপ আবেদনের যোগ্যতা।
পশ্চিমবঙ্গে স্থায়ীভাবে বসবাসকারী পেশাদারি ও কারিগরি শিক্ষার পড়ুয়ারা আবেদন জানাতে পারবেন। পশ্চিমবঙ্গের বাইরে আইআইটি, আইআইএম, এনআইটি, এনআইএফটি, আইআইএফটি প্রভৃতি জায়গায় পাঠরত ছাত্র-ছাত্রীরাও এই (Aikyashree Scholarship) স্কলারশিপের আবেদন করতে পারে। এদের বার্ষিক আয় আড়াই লক্ষ্যের নিচে হওয়া আবশ্যিক। এদের বার্ষিক ৩৩ হাজার টাকা বৃত্তি প্রদান করা হবে।
কি ভাবে আবেদন করবেন জানুন।
১) সর্ব প্রথমে আপনাকে ঐক্যশ্রী স্কলারশিপ (Aikyashree Scholarship) এর অফিসিয়াল ওয়েবসাইট http://wbmdfcscholarship.org/ এ যেতে হবে ।
২) এরপর আপনার ধাপে ধাপে সমস্ত তথ্য ফিলাপ করে আপনি প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। তবে আবেদন করার আগে বেশ কিছু কথা মাথায় রাখতে হবে।
- আপনাকে আবশ্যিক পশ্চিমবঙ্গের স্থায়ী বসবাসকারী হতে হবে।
- শেষ পরীক্ষায় ন্যূনতম ৫০ শতাংশ নাম্বার থাকা আবশ্যিক ।
- আপনি যেকোনো একটি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্যই টাকা পাবেন।
- আবেদনকারীকে সমস্ত অরিজিনাল ডকুমেন্টস হাতের কাছে রাখতে হবে।
- আবেদনকারী কে অবশ্যই একটি ভ্যালিড মোবাইল নাম্বার দিতে হবে।
এছাড়াও আবেদন করতে কোন প্রবলেম এ সম্বন্ধে বিশদে আরও জানতে Official ওয়েবসাইটে যোগাযোগ করতে পারেন।
Official ওয়েবসাইটে – http://wbmdfcscholarship.org/