Ration card cancel – রাজ্যে বহুদিন ধরেই বিনামুল্যে রেশন সামগ্রী দেওয়া হচ্ছে। অতিমারি শুরু হওয়ার সময় থেকেই রাজ্য সরকার দেশের নাগরিকদের বিনামুল্যে রেশন ব্যবস্থা চালু করেছে, যা এখনও চলছে। বিনামুল্যে রেশন সামগ্রী দেওয়ার ফলে প্রতি বছর বিপুল অঙ্কের টাকা ব্যয় হয় রাজ্যের। প্রতিটি রেশন গ্রাহকের বায়োমেট্রিক যাচাই করে তবেই রেশন দেওয়া হয়। বিনামূল্যে রেশন থেকে খাদ্যশস্য ও অনান্য সামগ্রী পেয়ে কোটি কোটি গ্রাহক উপকৃত হচ্ছেন।
তবে রাজ্যে ভুয়ো রেশন কার্ড নিয়ে একাধিক অভিযোগ উঠেছে। মৃত ব্যক্তির নামে রেশন কার্ড বা একই ব্যক্তির নামে একাধিক রেশন কার্ড থাকার অভিযোগও এসেছে। এসব অভিযোগের কারনে রাজ্য সরকার ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ পদক্ষেপও গ্রহন করেছে। সমস্ত ভুয়ো রেশন কার্ড চিহ্নিত করতে রেশন কার্ডে সাথে আধার সংযোগ প্রক্রিয়া চালু করে করেছে রাজ্য সরকার। আধার সংযোগের মাধ্যমে প্রায় দু’কোটি ভুয়ো রেশন কার্ড (Ration card cancel) চিহ্নিত করছে সরকার।
আরও পড়ুন – DA Hike – DA নিয়ে সুখবর, ৪২% নয় মিলবে ৫০% মহার্ঘ ভাতা
এই সব রেশন কার্ডগুলি নিষ্ক্রিয় (Ration card cancel) করে দেওয়া হয়েছে। উপযুক্ত তথ্য প্রমাণ দিতে পারলে নিষ্ক্রিয় হওয়া রেশন কার্ড পুনরায় সক্রিয় করা হবে বলে। এই ভুয়ো রেশন কার্ড চিহ্নিত করার ফলে ফলে স্বাভাবিকভাবেই রাজ্য সরকারের প্রচুর অঙ্কের অর্থ সাশ্রয় হচ্ছে। আধার কার্ড সংযোগ হওয়ার পরেই ভুয়ো রেশন কার্ডগুলি শনাক্তকরণ করা সহজ হয়েছে। রেশন সামগ্রী পাওয়ার জন্য রেশন কার্ডের সাথে আধার সংযোগ করা বাধ্যতামূলক করা হয়েছে।
তবে এবার রাজ্য সরকার রেশন কার্ড নিয়ে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। আগামী জুলাই মাস থেকে রাজ্যের বহু সংখ্যক মানুষের রেশন কার্ড বাতিল (Ration card cancel) হতে চলেছে। অর্থাৎ তারা আর রেশন কার্ডের মাধ্যমে খাদ্যশস্য পাবেন না। রাজ্য সরকার অনেক দিন আগেই আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিংক করার কথা ঘোষণা করেছেন। এর জন্য তিনি রাজ্যের মানুষদের অনেকবার সময়ও বাড়িয়ে দিয়েছিলেন। কিন্তু তাও অনেক গ্রাহক এখনও রেশন কার্ডের সাথে আধার লিংক করাননি।
যারা এখনো পর্যন্ত আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করাননি, তাদের আর আগামী মাস থেকে রেশন দেওয়া হবে না। সরকার সূত্রে এমনটাই জানা গেছে। আপনিও যদি এখনও আপনার রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিংক না করিয়ে থাকেন তাহলে আজই এই কাজটি সম্পন্ন করে নিন। তা নাহলে আপনি রাজ্য সরকার প্রদত্ত রেশন সামগ্রী পাবেন না। সরকার আগেও রাজ্যের অনেক মানুষের রেশন কার্ড বাতিল (Ration card cancel) করেছেন। আপনারটা যাতে বাতিল না তাই যত দ্রুত সম্ভব আধার লিংক করিয়ে রেশনের সুবিধা উপভোগ করুন।
কি ভাবে চেক করবেন আপনার রেশন কার্ড বাতিল (Ration card cancel) হয়েছে কিনা?
১) প্রথমে মোবাইল বা কম্পিউটারে পশ্চিমবঙ্গ খাদ্য ও সরবরাহ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট https://food.wb.gov.in/ – খুলুন।
২) ক্লিক করুন বাম সাইডে Ration Card বাটনে।
৩) এরপরে Check The Status of Your Ration Card লিংকে ক্লিক করবেন।
৪) তারপরে Ration Card No -তে নিজের রেশন কার্ড নম্বর অথবা মোবাইল নম্বার দিন।
৫) এরপর Select RC Category -তে আপনার রেশন কার্ড ক্যাটাগরি (AAY, PHH, SPHH, RKSY-I, RKSY-II এদের মধ্যে যেটি হয় সেটি সিলেক্ট করবেন)।
৬) তারপর Captcha কোডটি লিখে Search বাটনে ক্লিক করবেন।
৭) মোবাইল বা কম্পিউটার Display তে রেশন কার্ড স্ট্যাটাস দেখতে পারবেন।
আরও পড়ুন – Bank holidays in July – ১৫ দিন বন্ধ ব্যাংক, দেখুন ঈদের ছুটি কবে, প্রকাশ হল ছুটির লিস্ট।