BSNL Recharge – টেলিকম সংস্থাগুলি গ্রাহকদের খুসি করার চেষ্টায় মার্কেটে একের পর এক আকর্ষণীয় অফার নিয়ে হাজির হয়। Airtel, Reliance Jio, Vodafone Idea এই সংস্থাগুলি একে অপরকে টক্কর দিতে নিত্য দিন নিত্য নতুন প্ল্যান নিয়ে আসে।
প্রতিযোগিতার বাজারে দেশের বৃহত্তম টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড তথা BSNL ও পিছিয়ে নেই।
জিও, ভোডাফোন আইডিয়া এবং এয়ারটেলকে জোরদার টক্কর দিয়ে চলেছে বিএসএনএল।ভারত সঞ্চার নিগম লিমিটেড তথা বিএসএনএল টেলিকম সংস্থা বাজারের সব থেকে কম দামের রিচার্জ প্ল্যান (BSNL Recharge) নিয়ে হাজির হয়। BSNL তার প্রিপেইড এবং পোস্টপেইড রিচার্জ প্ল্যানগুলির মাধ্যমে গ্রাহকদের নির্ভরযোগ্য পরিষেবা দেওয়ার চেষ্টা করেন।
অন্যান্য টেলিকম সংস্থাগুলি তাদের রিচার্জ প্ল্যানগুলির (BSNL Recharge) দাম বাড়িয়েছে।তবে BSNL তাদের Recharge Plan গুলির দাম গ্রাহকদের সাধ্যের মধ্যেই রেখেছে। তাই BSNL এর প্ল্যানগুলি রিচার্জ খরচ অনেকটাই বেঁচে যায়। এই টেলিকম কম দামে একাধিক আকর্ষণীয় প্ল্যান অফার করে।
আরও পড়ুন – Jio Recharge Plans – ধামাকা অফার! মাত্র 242 টাকা রিচার্জেই পাবেন পুরো এক বছর ভ্যালিডিটি।
BSNL-এর ঝুলিতে একাধিক প্রিপেড প্ল্যান রয়েছে। এমন কিছু প্ল্যানও রয়েছে যেগুলি Jio, Airtel বা Vi- এর মতো সংস্থাগুলিকে জোরদার টক্কর দিতে পারে। অনেক গ্রাহকই লম্বা রিচার্জ প্ল্যান (BSNL Recharge) খোঁজ করেন। এর কারন হল বছরে একবার রিচার্জ করে রাখলে সারা বছর রিচার্জ নিয়ে আর কোন চিন্তা করতে হয় না।
BSNL-এর ঝুলিতেও এমন দুটি বার্ষিক রিচার্জ প্ল্যান রয়েছে। BSNL এর 2399 টাকা ও 2999 টাকার প্ল্যান দুটিতে বিপুল সংখ্যক ডেটা, আনলিমিটেড কলিং, ওটিটি-সহ একাধিক অফার রয়েছে। এই প্ল্যান দুটি আর কি কি অফার করে বিস্তারিত তথ্য জেনে নিন।
১) BSNL এর 2399 টাকার প্ল্যান BSNL Recharge Plan.
BSNL এর 2399 টাকার প্ল্যানে এক বছর বা 365 দিনের জন্য বৈধতা রয়েছে। গ্রাহকরা প্রতিদিন এই প্ল্যানটিতে 2GB ডেটা পাবেন। অর্থাৎ সমগ্র ভ্যালিডিটি পিরিয়ডে 730GB ইন্টারনেট মিলবে। এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা রয়েছে। এর পাশাপাশি প্রতিদিন 100টি করে SMS সম্পূর্ণ বিনামূল্যে পাঠানোর সুযোগ আছে।
তবে এখানেই অফার শেষ নয়। পার্সোনালাইজড রিং ব্যাক টোন বা PRBT সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহারের সুবিধা রয়েছে। গ্রাহকরা এক মাসের জন্য এই সুবিধা পেয়ে যাবেন। অল্প দিনের হলেও OTT অফার রয়েছে। এই প্ল্যানে ব্যবহারকারীদের 30 দিনের জন্য EROS Now অফার করা হবে। এছাড়াও এক মাসের জন্য Lokdhun থাকছে। তাও আবার বিনামূল্যেই অফার করা হবে। যদি মাসিক ভিত্তিতে এই প্ল্যানের খরচ হিসেব করা হয়, তাহলে গ্রাহকদের প্রতি মাসে প্রায় 199 টাকা করে খরচ পরছে।
২) BSNL এর 2999 টাকার প্ল্যান।
ভারত সঞ্চার নিগম লিমিটেড তথা BSNL এর ঝুলিতে আর একটি চমৎকার প্ল্যান রয়েছে।
BSNL এর 2999 টাকার প্ল্যানটিও এক বছরের ভ্যালিডিটি অফার করছে। এই প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন 3GB করে ডেটা ব্যবহার করতে পারবেন। অর্থাৎ সমগ্র ভ্যালিডিটি পিরিয়ডে একজন BSNL গ্রাহক মোট 1095GB ডেটা পাবেন। এছাড়াও যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা রয়েছে। এছাড়াও প্রতিদিন 100টা করে SMS পাঠানোর সুযোগও রয়েছে। মাসিক ভিত্তিতে যদি এই প্ল্যানের খরচ হিসেব করা হয়, তাহলে এই প্ল্যানে প্রতি মাসে 250 টাকারও কম খরচ হবে।
আরও পড়ুন – জুলাই মাসে কয়েক লক্ষ রেশন কার্ড বাতিল হবে! আপনার নাম বাতিল হচ্ছে না তো? দেখুন লিস্ট।