বর্তমানে ভারতীয় নাগরিকদের কাছে Aadhar card মোতাদের সব থেকে গুরুত্বপূর্ণ নথি। মোবাইলের নতুন সিম নেওয়া থেকে ব্যাংক একাউন্ট সমস্ত কিছুতেই এখন লাগে এই আধার কার্ড। তবে এই আধার কার্ডের জনপ্রিয়তা এবং প্রয়োজনীয়তার ফায়দা লুটছে বহু অসাধু ব্যবসায়ী। জন্য ভোগান্তির মুখে পচছে সাধারণ মানুষ।
তাই মানুষের সুবিধার জন্য UIDAI এর তরফে অনেকগুলি নতুন টিপস দেওয়া হয়েছে। এই টিপসগুলি ফলো করলে আপনি এই ধরনের প্রবলেম এর থেকে বাঁচতে পারবেন। আজকে আমরা সেগুলি জেনে নেব।
১) সবার প্রথমে আপনাকে একটি কথা মনে রাখতে হবে কোনভাবেই কারোর সঙ্গে আপনার আঁধারের ওটিপি শেয়ার করবেন না। প্রয়োজনে আপনার আধারের সাথে রেজিস্টার্ড মোবাইল নম্বর স্ক্যান করলেই আপনি আঁধার সংক্রান্ত সমস্ত ডাটা পেয়ে যাবেন।
২) এছাড়া আপনি যদি ই আধার কার্ড ডাউনলোড (Aadhar card Download) করতে চান তাহলে আপনি শুধুমাত্র UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইট টি ইউজ করুন। কারণ বাইরের অন্য কোন ওয়েবসাইট ইউজ করলে আপনার ডাটা হ্যাক অথবা লিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ছাড়া আধার কর্তৃপক্ষ অন্য কোন থার্ড পার্টি ওয়েবসাইটকে কোনভাবেই আপনার আঁধারের অ্যাক্সেস দেয় না। এছাড়াও আপনি যদি অন্য কারোর ফোন অথবা কম্পিউটার থেকে আপনার ই আধার কার্ডটি (E-Aadhar card) ডাউনলোড করেন তাহলে অবশ্যই আপনার কাজ হয়ে যাওয়ার পরে সেখান থেকে আধার কার্ড ডিলিট করে দিন আপনার এই কার্ডটি অপব্যবহারও হতে পারে।
৩) কিছু মাছ অন্তর অন্তর অবশ্যই আপনার আঁধার অথেনটিকেশন হিস্ট্রি চেক করুন। ভারত সরকারের তরফে প্রত্যেক ৬ মাস অন্তর ৫০ টি আধার ব্যবহারের হিস্ট্রি আপলোড করা হয়ে থাকে। হিস্ট্রি থেকে আপনি আপনার আধার ব্যবহারের সময় তারিখ এবং কারণ জানতে পারবেন। আপনি খুব সহজে এটা থেকে বুঝতে পারবেন যে আপনার আধার অন্য কোথাও ব্যবহার করা হয়েছে কিনা।
৪) এছাড়াও আধার কার্ডের (Aadhar card) অপব্যবহার বন্ধ করতে আপনি বায়োমেট্রিক লক্ করতে পারেন। আপনার আধার কার্ডটি লক অথবা আনলক করার জন্য ১৬ টি সংখ্যার একটি ভিআইডি প্রদান করা হবে। কখনোই এই 16 অংক এর নাম্বারটি কারো সঙ্গে শেয়ার করবেন না। এই লোক থাকলে কোন ভাবেই আপনার আধার কার্ড অন্য কেউ ব্যবহার করতে পারবে না। আধার কার্ডের অপব্যবহার বন্ধ করার জন্য মাস্কড আধার কার্ডও ব্যবহার করতে পারেন।
৫) আধার কার্ডের সঙ্গে সব সময় এমন মোবাইল নাম্বার এবং ইমেইল এড্রেস যুক্ত করে রাখুন যেটি সবসময় আপনার সঙ্গেই থাকে। ফলে আপনি খুব সহজেই আপনার আধার কার্ডের অপব্যবহার হলে ধরে ফেলতে পারবেন। আপনার আধার কার্ডের (Aadhar card) সঙ্গে মোবাইল নাম্বার ইমেইল এড্রেস লিংক না করা থাকে অথবা অন্য কোন নাম্বার লিঙ্ক করা থাকে তাহলে অবশ্যই এক্ষুনি সেগুলির ঠিকঠাক করে নিন। এর ফলে আপনি অনেক বিপদের হাত থেকে বাঁচতে পারবেন। বর্তমান যুগে আধার কার্ডের অপব্যবহার কিন্তু প্রচুর পরিমাণে বাড়ছে তাই উপরের দেওয়া স্টেপ গুলি ফলো করুন এবং সবসময় সতর্ক থাকুন।
আরও পড়ুন- এবার ঘরে বসেই বানিয়ে নিন আপনার বাচ্চার বার্থ সার্টিফিকেট