উন্নয়ন তখনই সম্ভব যখন রাজ্যে উচ্চশিক্ষার হার বাড়বে। কিন্তু ভারতের মতো উন্নয়নশীল দেশে অধিকাংশ মানুষেরই নুন আনতে পান্তা ফুরায়, তাই ছেলেমেয়েদের লেখাপড়া চালিয়ে নিয়ে যেতে সেই পরিবারের রীতিমত হিমসিম খেতে হয়। অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া বাংলার মেধাবী ছেলেমেয়েদের লেখাপড়ায় আরও উৎসাহিত করতে তাই বৃত্তি প্রদান করে থাকে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরনায় রয়েছে একটি স্কলারশিপ যার নাম নবান্ন স্কলারশিপ যা দক্ষিণবঙ্গের মানুষের জন্য, এবং উত্তরবঙ্গের মানুষের কাছে এই স্কলারশিপ উত্তরকন্যা স্কলারশিপ হিসেবেও পরিচিত।
এই স্কলারশিপে আবেদন করলে ছাত্রছাত্রীরা মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে বছরে দশ হাজার টাকা অব্দি পেতে পারে। স্কলারশিপ বাংলায় দরিদ্র সীমা নিচে বসবাসকারী ছাত্র-ছাত্রীদের তাদের পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। মাধ্যমিক , উচ্চমাধ্যমিক পরীক্ষা বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের এই স্কলারশিপ দেয়া হয়ে থাকে।
নবান্ন স্কলারশিপে আবেদন করার জন্য কি কি যোগ্যতা প্রয়োজন?
- সকল ছাত্র-ছাত্রী মাধ্যমিক উচ্চমাধ্যমিক অথবা স্নাতক পাস করে পরবর্তী ক্লাসে ভর্তি হচ্ছেন তারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন।
- স্কলারশিপে আবেদনকারীর মাধ্যমিকে ৬৫% নম্বর, উচ্চমাধ্যমিকে ৬০% এবং স্নাতক এবং স্নাতোকত্তরের পড়ুয়াদের কমপক্ষে ৫৫% নম্বর থাকা আবশ্যিক।
- আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- আবেদনকারীর পারিবারিক বার্ষিক আয় ৬০ হাজার টাকা অথবা তার কম হওয়া আবশ্যিক।
- যদি কোন শিক্ষার্থী অন্য কোন সরকারিভাবে বেসরকারি স্কলারশিপ এর সুবিধা পেয়ে থাকেন তাহলে তারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন না।
নবান্ন স্কলারশিপ এ আবেদনের জন্য প্রয়োজনীয় নথি –
- মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, বা গ্র্যাজুয়েশনের মার্কশিট।
- জয়েন্ট এন্ট্রান্স বা এই ধরনের পরীক্ষার জন্য Rank Card থাকা বাধ্যতামূলক।
- পৌরসভা/BDO/ SM/ SDO/ গ্রুপ A অফিসারের তরফে প্রাপ্ত পারিবারিক বাৎসরিক আয়ের সার্টিফিকেট।
- নতুন ক্লাসে ভর্তির রশিদ।
- ব্যাংকের পাসবুকের প্রথম পাতার ছবি বা ফটোকপি।
- দু কপি পাসপোর্ট সাইজ ফটো।
- আবেদনপত্র
এই স্কলারশিপে আবেদন করবেন কিভাবে?
আপনি http://wbcmo.gov.in/ এই ওয়েবসাইটে গিয়ে প্রথমে আবেদন পত্রটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিন। এরপর এদিকে ফিলাপ করে ওপরে দেওয়া সমস্ত ডকুমেন্ট সহ নিচের অ্যাড্রেস এ গিয়ে জমা দিন অথবা স্পিড পোস্টও করতে পারেন। নবান্ন তলপে জানানো হয়েছে এসে জমা দিলে সেটিকে সব থেকে বেশি প্রাধান্য দেওয়া হবে।
নবান্ন স্কলারশিপ (দক্ষিণবঙ্গের ছাত্র ছাত্রীদের) এর জন্য আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা:-
The Assistant Secretary, Chief Minister’s Office, NABANNA, 325, Sarat Chatterjee Road, Howrah- 711102
উত্তরকন্যা স্কলারশিপ (উত্তরবঙ্গের ছাত্র ছাত্রীদের) এর জন্য আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা:-
Department of CMRF Scholarship, UTTARKANYA, New Satellite Township, Kamrangaguri, Fulbari, West Bengal- 734015
ছাড়াও আপনি কোন তথ্য জানতে চাইলে আপনি নিচের দেওয়া মেইল এড্রেসে মেইল করেও এটি জানতে পারেন। মেইল:Wbcmrfedu2020@gmail.com
আরও পড়ুন – ছাত্র-ছাত্রীদের জন্য সেরা পাঁচটি স্কলারশিপ! জেনে নিন