আধার কার্ডের এই কাজ না করলে বিপদে পরবেন! পাবেন না সরকারি কোন সুযোগ সুবিধা!

আধার কার্ড ভারতবাসীদের পরিচয় পত্র। যেকোনো সরকারি প্রকল্পে আবেদন করার জন্য এই নথির প্রয়োজন পড়ে। সম্প্রতি আধার কার্ড আপডেট সংক্রান্ত খবর আমাদের সামনে এসেছে। আপনি যদি এখনও আধার কার্ড আপডেট না করিয়ে থাকেন, তাহলে বঞ্চিত হতে পারেন বিভিন্ন সরকারি প্রকল্প থেকে। জেনে নিন বিস্তারিত। আধার কার্ড কেন্দ্র সরকার দ্বারা জারি করা একটি গুরুত্বপূর্ণ নথি।

এখন প্রতিটি ভারতবাসীর কাছে এটি পরিচয় পত্র। ব্যাংকের কাজ হোক বা কোন প্রকল্পের আবেদন সবকিছুতেই আধার কার্ডের দরকার পড়ে। আপনি যদি সিম কার্ড কিনতে যান তাহলেও কিন্তু আধার কার্ডের দরকার। বহু কাজে আধার কার্ডের দরকার পড়ে, তাই এই কার্ড আপডেট না করালে আপনারা সমস্যায় পড়তে পারেন। যদি এখনও পর্যন্ত আধার কার্ড আপডেট না করিয়ে থাকেন, তাহলে এখনই করিয়ে নিন। কয়েকটি সহজ স্টেপ ফলো করে নিজে বাড়িতে বসেই আধার কার্ড আপডেট করাতে পারবেন।

বাড়িতে বসে আধার কার্ড আপডেট কি ভাবে করবেন?

আপনার আধার কার্ড যদি ১০ বছরের বেশি পুরনো হয়ে থাকে, তাহলে এটি আপডেট করাতে হবে। সেক্ষেত্রে আপনারা সম্পূর্ণ বিনামূল্যে এই সুবিধা পেয়ে যাবেন। এর জন্য ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপডেট করা যাবে। 14 ই মার্চ পর্যন্ত বিনামূল্যে আধার আপডেট করা যেত। তবে সেই তারিখ বাড়িয়ে 14 ই জুন পর্যন্ত করা হয়েছে।

আরও পড়ুন – Bank Holiday March 2024: ১৩ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক মার্চ মাসে। কোন কোন দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক মার্চ মাসে? জেনেনিন তালিকা

আধার আপডেটের প্রয়োজনীয় নথি

আধার কার্ড আপডেট করতে গেলে আপনাদের কয়েকটি প্রয়োজনীয় নথিপত্র লাগবে। যথা :-
১. পরিচয়ের প্রমাণপত্র
২. রেশন কার্ড
৩. ভোটার আইডি কার্ড
৪. প্যান কার্ড
৫. ঠিকানার প্রমাণপত্র
৬. ড্রাইভিং লাইসেন্স (যদি থাকে)।

কিভাবে বিনামূল্যে আধার কার্ড আপডেট করবেন?

১. সবার প্রথমে UIDAI -এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে My Aadhar অপশনে ক্লিক করতে হবে।
২. এরপর নিজের আধার কার্ড নম্বর লিখতে হবে। তারপর ক্যাপচা পূরণ করে OTP লিখতে হবে। OTP দ্বারা যাচাইকরন সমাপ্ত হওয়ার পর ‘Next’ অপশনে ক্লিক করতে হবে।
৩. এরপর প্রয়োজনীয় নথি আপনাদের আপলোড করতে হবে। এই কাজটি সম্পূর্ণ হওয়ার পর পরবর্তী পেজে যেতে হবে। আপনার দ্বারা আপলোড করা সমস্ত বিবরণ পর্যালোচনা করে তারপর সাবমিট করতে হবে।

এরপর আপনার রেজিস্টার্ড ইমেইল আইডিতে SRN আসবে। এর মাধ্যমে আপনি পরবর্তী সময়ে জানতে পারবেন আপনার আধার কার্ডটি আপডেট হয়েছে কিনা। এই কাজ আপনারা করতে না পারলে, নিকটবর্তী আধার সেন্টারে যোগাযোগ করতে পারেন। আধার কার্ড আপডেট আপনাদের বিভিন্ন কাজে সাহায্য করবে। তাই ১০ বছর অন্তর আধার কার্ড আপডেট করাতে হয়। তবে এটি কিন্তু একেবারেই বাধ্যতামূলক নয়। আপনি প্রয়োজন অনুসারে আপডেট করাতেই পারেন। কিন্তু আধার কার্ডের তথ্য যদি অনেক বছর পুরনো হয়ে যায় সেক্ষেত্রে সরকারি কাজে সমস্যার সৃষ্টি হতে পারে। আর আপনিও সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হতে পারেন।

আরও পড়ুন – Free Smartphone – মহিলাদের স্মার্টফোন দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী, কবে পাবেন বিস্তারিত জেনে নিন।

Join Join