Canara Bank Recruitment – ইন্টারভিউয়ের মাধ্যমে কানাড়া ব্যাঙ্কে কর্মী নিয়োগ।

Canara Bank Recruitment 2023 – ব্যাংকে চাকরি করার ইচ্ছা অনেকেরই থাকে। এবার হয়তো সেই ইচ্ছা পূরণ হতে চলেছে আপনার। ব্যাংকে চাকরি করার সুযোগ পেতে চলেছেন আপনি। দেশের অন্যতম বড় ব্য়াঙ্কে চলছে কর্মী নিয়োগ। কানাড়া ব্যাঙ্কের তরফে প্রকাশিত করা হল কর্মী নিয়োগের (Canara Bank Recruitment) বিজ্ঞপ্তি।

ব্যাংকের তরফে শূন্য পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি বার করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে জানা গেছে গ্রুপ চিপ কমপ্লায়েন্স অফিসার পদে নিয়োগ করতে চলেছেন তারা। অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে, উপরে উল্লিখিত চাকরির পোস্টের জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স 45 বছর অতিক্রম করতে হবে এবং এই চাকরির পোস্টের জন্য সর্বোচ্চ বয়সসীমা 55 বছর।

Canara Bank Recruitment -এর এই পদে আবেদন করার জন্য কি কি যোগ্যতা প্রয়োজনীয়?

প্রার্থীদের ব্যাংকিং বা আর্থিক পরিষেবা প্রদানের কাজে কমপক্ষে 15 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, যার মধ্যে ন্যূনতম 05 বছর অডিট/ফাইনান্স/কমপ্লায়েন্স/আইনি/রিস্ক ম্যানেজমেন্ট ফাংশনে থাকতে হবে। প্রার্থীর শিল্প এবং ঝুঁকি ব্যবস্থাপনা, প্রবিধানের জ্ঞান, আইনি কাঠামো সম্পর্কে ভাল ধারণা থাকতে হবে।

আরও পড়ুন – Rupashree Prakalpa 2023: রাজ্যের মেয়েরা পাবে ২৫,০০০ টাকা, আবেদন পত্র টি ডাউনলোড করুন।

কানারা ব্যাঙ্ক নিয়োগের মেয়াদ।

Bank Recruitment

অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে, নির্বাচিত প্রার্থীকে 03 বছরের মেয়াদের জন্য নিয়োগ করা হবে। কানারা ব্যাঙ্ক নিয়োগ এর জন্য প্রয়োজনীয় নথি।

  • জন্মর প্রমাণ পত্র
  • পরিচয় পত্রের কপি
  • স্নাতক সার্টিফিকেট.
  • অন্যান্য যোগ্যতার সার্টিফিকেট, যদি থাকে।
  • যোগ্যতার মানদণ্ড – শিক্ষাগত যোগ্যতার অধীনে নির্ধারিত শংসাপত্রের অনুলিপি।
  • পূর্ববর্তী, বর্তমান নিয়োগকর্তাদের কাছ থেকে পদ/চাকরীর প্রোফাইল এবং পরিষেবার সময়কাল (নির্দিষ্ট তারিখ সহ) উল্লেখ করে অভিজ্ঞতার শংসাপত্রের কপি। অনুগ্রহ করে মনে রাখবেন যে কাজের অভিজ্ঞতার শংসাপত্রে পদবী, চাকরির সময়কাল এবং বিস্তারিত কাজের প্রোফাইল থাকতে হবে।
  • সরকারি/আধা সরকারী অফিস, জাতীয়করণকৃত ব্যাঙ্ক/আর্থিক প্রতিষ্ঠান সহ PSU-তে চাকরিরত প্রার্থীদের সাক্ষাৎকার/কথোপকথনের সময় তাদের নিয়োগকর্তার কাছ থেকে একটি “অনাপত্তি শংসাপত্র” উপস্থাপন করতে হবে।
  • অবসরপ্রাপ্ত প্রার্থীদের রিলিভিং অর্ডার/ডিসচার্জ সার্টিফিকেটের একটি কপি জমা দিতে হবে।

এই পদে নিয়োগ-এর জন্য প্রয়োজনীয় যোগ্যতা।

প্রার্থীদের যেকোনো বিষয়ে স্নাতক হতে হবে । CA/CS/MBA ফাইন্যান্স বা সমমানের, IIBF দ্বারা সার্টিফাইড ব্যাঙ্কিং কমপ্লায়েন্স প্রফেশনাল থাকা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

এই শূন্য পদের জন্য আবেদন করার পদ্ধতি।

কানারা ব্যাঙ্ক এর এই শূন্য পদের জন্য আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের শেষ তারিখ বা তার আগে অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন আবেদন ইতিমধ্যেই শুরু হয়েছে এবং অনলাইন আবেদন করার শেষ তারিখ ১৭ ই মে।

আরও পড়ুন – WBPSC Group-C – পশ্চিমবঙ্গের খাদ্য দপ্তরের WBPSC মাধ্যমে Group-C পদে কর্মী নিয়োগ করা হবে।

Join Join