Duare Sarkar Camp – আরও ২ টি নতুন প্রকল্পের সুবিধা দুয়ারে সরকার ক‍্যাম্পে, কবে থেকে শুরু জানুন।

Duare Sarkar Camp – লোকসভা নির্বাচনের আগে শুরু হতে চলেছে দুয়ারে সরকার ক‍্যাম্প। নাগরিকদের দোরগোড়ায় সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে দুয়ারে সরকার চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২২ সালে ডিসেম্বর মাস থেকে রাজ্যজুড়ে দুয়ারে সরকার ক্যাম্পের (Duare Sarkar) মাধ্যমে সরকারের বিভিন্ন প্রকল্পের আবেদনপত্র জমা দেওয়া থেকে শুরু করে নথিপত্র গ্রহণ এবং প্রদান করা হয়ে থাকে।

এর ফলে রাজ্যবাসীরা যথেষ্ট উপকৃত হচ্ছেন। মুখ্যমন্ত্রীর দুয়ারে সরকার প্রকল্প (Duare Sarkar Camp) শুরু হওয়ার পর থেকে অধিকাংশ রাজ্যবাসীকেই আর সরকারি অফিসের দোরগোড়ায় গিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয় না। দিনের পর দিন নিজের প্রয়োজনীয় কাজ বন্ধ রেখে সরকারি আধিকারিকদের কাছে হা পিত‍্যেশ করে পড়ে থাকতে হয় না।

নিজের এলাকায় হাতের কাছেই একেবারে সরকারি প্রকল্পের সমস্ত সুবিধা (State Government Projects Benefits) পেয়ে গিয়ে থাকেন রাজ্যবাসীরা। বাংলার সরকারের এই দুয়ারে সরকার প্রকল্পের (Duare Sarkar Camp) প্রশংসা করেছে কেন্দ্রীয় সরকার। শুধু তাই নয়, ডিজিটাল ইন্ডিয়া ২০২২ এ দিল্লি থেকে পশ্চিমবঙ্গ সরকারের দুয়ারে সরকার প্রকল্প প্ল‍্যাটিনাম পুরস্কার (Platinum Prize) নিয়ে এসেছে। আর এবার তাই পঞ্চায়েত নির্বাচনের পরে লোকসভা নির্বাচনের আগে ফের শুরু হতে চলেছে দুয়ারে সরকার শিবির।

আরও পড়ুন – PNB Bank Account – পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক গ্রাহকদের জন্য একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা, এটি না করলে অ্যাকাউন্ট সিজ হতে পারে।

Duare Sarkar Camp কবে থেকে শুরু?

১ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যজুড়ে দুয়ারে সরকার শিবির শুরু হচ্ছে। এই ক্যাম্পে গিয়ে আগের মতই রাজ্যের বাসিন্দারা সমস্ত সরকারি প্রকল্পের সুবিধা গ্রহণ করতে পারবেন। এপর্যন্ত জানা যাচ্ছে, ৩৫ টি সামাজিক প্রকল্পের সুবিধা পাবেন বাংলার মানুষেরা। স্বাস্থ্য সাথী, খাদ্য সাথী, লক্ষীর ভান্ডার, রূপশ্রী, কন্যাশ্রী থেকে শুরু করে স্টুডেন্টস ক্রেডিট কার্ড, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড সহ বিভিন্ন প্রকল্পের সম্বন্ধে বিস্তারিত খুঁটিনাটি জেনে আবেদন করতে পারবেন।

18 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত পরবর্তী পর্যায়ের নথিপত্র প্রদানের প্রক্রিয়া চলবে। দুয়ারে সরকার পরিষেবার সঙ্গে রাজ্যবাসীকে পাড়ায় সমাধান প্রকল্পের মাধ্যমে একেবারে বাড়ির দরজায় সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। এবারের দুয়ারে সরকার ক্যাম্পে নতুন ২টি প্রকল্পের সুবিধা পাবেন রাজ্যবাসীরা। পরিযায়ী শ্রমিকদের রেজিস্ট্রেশন (Migrant Labour Registration) এবং বার্ধক্য ভাতার (Old Age Stipend) সুবিধা প্রদান করা হবে।

মোট ৩৫ টি প্রকল্পের সুবিধা পাওয়া যাবে দুয়ারে সরকার ক্যাম্পগুলি থেকে। পরিযায়ী শ্রমিকদের বিভিন্নভাবে আর্থিক সহায়তা করার লক্ষ্যে পদক্ষেপ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। আর সেই কারণেই তাদের নাম রেজিস্ট্রেশন এর প্রক্রিয়া শুরু হয়েছে। দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে পরিযায়ী শ্রমিকরা নাম নথিভুক্ত করতে পারবেন। পাশাপাশি, বার্ধক্য ভাতার জন্য আবেদন পত্র গ্রহণ করা শুরু হবে। সেক্ষেত্রে এই নতুন দুটি প্রকল্পের কাজ এবারের দুয়ারে সরকার ক্যাম্প থেকে শুরু করা হচ্ছে।

আরও পড়ুন – Asha Karmi Recruitment – আশাকর্মী নিয়োগ সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে। কিভাবে আবেদন করবেন বিস্তারিত জানুন।

Join Join