Extra holidays – বড় সুখবর! রাজ্যের সরকারি কর্মীদের জন্য নতুন করে ৩ দিন ছুটি বাড়ানো হল।

Extra holidays – রাজ্য সরকারি কর্মচারীদের জন্য দারুণ সুখবর! রাজ্য সরকারি কর্মচারীদের ছুটি আরও বাড়তে চলেছে। সারা বছর জুড়ে একাধিক ছুটি রয়েছে। এবার সেই তালিকায় জুড়ে গেল আরও Extra holidays বা অতিরিক্ত ছুটি। সরকারি কর্মচারীদের জন্য এই অতিরিক্ত ছুটির ব্যবস্থা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বছর থেকেই এই নতুন সরকারি ছুটি চালু করা হল।

করম পুজো ও সবেবরাত উপলক্ষ্যে এই ছুটি ঘোষণা করা হয়েছে। এতদিন করম পুজো ও সবেবরাতে সেকশনাল হলিডে ছিল। তবে এবার করম পুজো ও সবেবরাত উপলক্ষে রাজ্যে সমস্ত সরকারি স্কুল, কলেজ, অফিস কাছারি বন্ধ থাকবে। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দু’দিন ছুটির ঘোষণা করেছেন। মঙ্গলবার এই ছুটির বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে।

Extra holidays বা অতিরিক্ত ছুটি এই দিন গুলি।

এমনিতেই ২৩ ও ২৪ সেপ্টেম্বর শনি ও রবিবার সরকারি দফতর অধিকাংশই বন্ধ থাকে। তবে এ বছরও মমতা বন্দ্যোপাধ্যায় র ২৫ সেপ্টেম্বরও ছুটি ঘোষণা করেছেন। ফলে শনিবার থেকে সোমবার টানা তিন দিন ছুটি থাকবে। অর্থাৎ সেপ্টেম্বর মাসের ২৩,২৪ ও ২৫ তারিখ নিয়ে মোট ৩ দিন ছুটি পাবেন রাজ্যের সরকারি কর্মীরা।

আরও পড়ুন – Post Office Investment – পোষ্ট অফিসের এই 3 টি নতুন স্কিম, মিলবে অল্প সময়ে বেশি পরিমাণে রিটার্ন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলেছিলেন ‘আমরা সব উৎসবকে সমান গুরুত্ব দিই। আমরা সব উৎসবই পালন করি। বাংলা মানুষকে কোন উৎসব থেকে আমরা বঞ্চিত করি না। বাংলায় দুর্গাপুজো ও ইদ উপলক্ষ্যে সব সম্প্রদায়ের লোক ছুটি পায়। তাই এবার করম পুজো ও সবেবরাতে উপলক্ষ্যে রাজ্যে এ বছর থেকে নতুন সরকারি ছুটি (Extra holidays) চালু করা হল।

এছাড়াও মুখ্যমন্ত্রী বলেন রাজ্যে মেয়েদের ৭৩১ দিনের মেটার্নিটি লিভ দেওয়া হয়। আর ছেলেদের এক মাসের পিতৃত্বকালীন ছুটি দেওয়া হয়। আর তাছাড়া বাংলায় বারো মাসে তেরো পার্বণ লেগেই থাকে, তাই ছুটিও চলতেই থাকে। এর সাথে সরকার আরও দু’টো দিন পুরো ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

আরও পড়ুন – Petrol Diesel Price – ফের দাম কমল, পেট্রোল-ডিজেলের দাম কোথায় যাচ্ছে দেখুন।

Join Join