বর্তমানে বাচ্চাদের বার্থ সার্টিফিকেট (Birth certificate) অথবা জন্মের সংশয় পত্র একটি গুরুত্বপূর্ণ নথি। আগে আপনাকে এই কাজটি করানোর জন্য যেতেও তো অনেক দূরের অফিসে। সেখানে গিয়ে দিতে হতো লাইন। তারপর অনেক কাট খড় পুড়িয়ে পাওয়া যেত সেই বার্থ সার্টিফিকেট। কিন্তু বর্তমান ডিজিটাল যুগে এটা মানা যেত না।
এবার সরকার নিয়ে এলো এমন এক নতুন নিয়ম যে নিয়মের মাধ্যমে আপনি ঘরে বসে খুব সহজে অনলাইনের মাধ্যমেই আপনার বাচ্চার জন্য বার্থ সার্টিফিকেটের (Birth certificate) আবেদন করতে পারবেন এবং তা অনলাইনে ডাউনলোডও করতে পারবেন। চলুন ধাপে ধাপে পদ্ধতিগুলি জেনে নেওয়া যাক।
অনলাইনে বার্থ সার্টিফিকেট (Birth certificate Apply online) আবেদন করার পদ্ধতি
সর্ব প্রথমে বার্থ সার্টিফিকেট জন্য থাকা অফিশিয়াল ওয়েবসাইট ( এ যান।
- এরপরে মেনুতে Citizen Services অপশনের অধীনে থাকা Birth অপশনে ক্লিক করুন।
- এরপর Apply For New Registration অপশনে ক্লিক করুন।
- এরপর মোবাইল নাম্বার দিয়ে ওটিপি ভেরিফাই করান।
- এরপর আপনার সামনে আবেদন করার জন্য একটি ফর্ম মুখে নেবে সেখানে নিম্ন লিখিত তথ্যগুলি ঠিকভাবে প্রদান করুন।
শিশুর তথ্য যেমন শিশুর নাম, জন্ম তারিখ, লিঙ্গ প্রভৃতি। এছাড়াও শিশুর জন্মস্থান অর্থাৎ কোন শহরে কোন জেলায় জন্মেছে? তার বাড়ির এড্রেস। তার পিতার বিভিন্ন তথ্য নাম মোবাইল নাম্বার। এছাড়াও অনন্যা তথ্য যেমন প্রসবকালীন পরিচর্যা, প্রসবের পদ্ধতি, জন্মের সময় শিশুর ওজন ইত্যাদি তথ্য উল্লেখ করুন। সেখানে চাওয়া গুরুত্বপূর্ণ নথি ডিসচার্জ সার্টিফিকেট বা উপস্থিত ডাক্তার দ্বারা জারি করা সার্টিফিকেট স্ক্যান করে আপলোড করতে হবে।
সমস্ত প্রক্রিয়া শেষ করার পর সাবমিট বাটনে ক্লিক করে আপনার আবেদন প্রক্রিয়াটি শেষ করতে হবে। এরপর আপনি একটি একনলেজমেন্ট নাম্বার পাবেন যেটি দিয়ে আপনি আপনার অ্যাপ্লিকেশনের বর্তমান পরিস্থিতি চেক করতে পারবেন।
কিভাবে এই জন্ম সার্টিফিকেট অনলাইনে (Birth certificate Download) ডাউনলোড করবেন?
- সর্বপ্রথম বার্থ সার্টিফিকেটের অফিসিয়াল ওয়েবসাইটে যান। ( janma-mrityutathya.wb.gov.in )
- এরপর মেনুবার থাকা Citizen Services অপশনে ক্লিক করে Birth অপশনে ক্লিক করুন।
- তারপর Acknowledgement Number বা Certificate Number লিখে Search করুন।
- এরপর Download অপশনে ক্লিক করে সার্টিফিকেটটি সফলভাবে ডাউনলোড করুন।
জন্মের পর সরকারি খাতায় প্রথম নাম লেখানোই জন্ম নিবন্ধন। একটি শিশুর জন্ম নিজ দেশকে, বিশ্বকে আইনগত ভাবে জানান দেয়ার একমাত্র পথ জন্মের পর জন্মনিবন্ধন করা। নবজাতকের একটি নাম ও একটি জাতীয়তা নিশ্চিত করতে এটি হচ্ছে প্রথম আইনগত ধাপ। জন্ম নিবন্ধন প্রতিটি শিশুসহ বয়স্কদেরও একটি অধিকার। এটি নাগরিক অধিকারের পর্যায়ে পড়ে।
বর্তমানে স্কুলে ভর্তি হওয়া থেকে নতুন রেশন কার্ড তৈরি সব কিছুতে লাগে এই জন্ম সনদ বা বার্থ সার্টিফিকেট। তাই অবশ্যই দেরি না করে উপরের দেওয়া স্টেপগুলি ফলো করে আপনার বার্থ সার্টিফিকেট (Birth certificate) তৈরি করে নিন এবং ডাউনলোডও করে নিতে পারেন। এছাড়া আপনি এই ওয়েবসাইট থেকে আপনার বার্থ সার্টিফিকেট সংশোধনও করতে পারেন।
আরও পড়ুন- লক্ষীর ভান্ডার নিয়ে এক বড় আপডেট টেনে কটাক্ষের মুখে সরকার!