HS Result 2023 Date – উচ্চমাধ্যমিকের রেজাল্ট নিয়ে বড় আপডেট কবে প্রকাশ হবে HS Result

কিছুদিন আগেই শেষ হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। চলছে মূল্যায়ন তার মধ্যেই তারইমধ্যে উচ্চমাধ্যমিকের রেজাল্ট (HS Result 2023) নিয়ে বড় আপডেট এল। কবে প্রকাশিত হবে এবারের উচ্চমাধ্যমিকের রেজাল্ট।

উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরপরই যেভাবে সবকিছু দিয়েছে তাতে খুব স্বাভাবিক ছিল যে খুব তাড়াতাড়ি ফল প্রকাশ করা হবে এবারে। ঠিক সে মতোই শীঘ্রই রেজাল্টের ডেট ঘোষণা করলো পর্ষদ। সংসদ মনে করছেন, যে ধাঁচে এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র হয়েছে, তাতে উত্তরপত্র মূল্যায়ন করতে বেশি সময় লাগবে না। শ্রমিকভাবে শিক্ষক শিক্ষিকাদের থেকে যে ফিডব্যাক মিলেছে সেই ফিডব্যাক থেকে তারা আরও শিওর হচ্ছে এ বিষয়ে।

এক প্রতিবেদনে জানা গিয়েছে যত তাড়াতাড়ি শিক্ষক-শিক্ষিকারা নাম্বার সাবমিট করতে পারবেন তত তাড়াতাড়ি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এবং সেই অনুযায়ী তারা মনে করছেন তারা খুব শীঘ্রই উচ্চমাধ্যমিকের রেজাল্ট প্রকাশ করতে পারবেন। পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা পর্ষদ তরফে জানা গিয়েছে আগামী ১০ জুনের মধ্যে উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশিত হবে মনে করা হচ্ছে।

এই বিষয়টি এখনো সরকারি তরফে জানানো হয়নি। পরীক্ষা শুরু হওয়ার আগে চিরঞ্জীব ভট্টাচার্য বলেছিলেন ১০ জুনের মধ্যে নিশ্চিতভাবে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত (HS Result 2023) হবে। সেদিকে ই চূড়ান্ত বলে ধরে নিয়েছেন সবাই। ১৪ মার্চ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল। পরীক্ষা চলেছে ২৭ মার্চ পর্যন্ত। এবার রেজাল্ট নিয়ে শুরু হলো জোর জল্পনা। 2022 এর প্রথম সপ্তাহের মধ্যেই রেজাল্ট বের করে দেয়া হয়েছিল।

একবার মূল্যায়ন প্রক্রিয়া শেষ হলে, WBHS ফলাফল 2023 তারিখ এবং সময় বোর্ডের ওয়েবসাইটে, wbchse.wb.gov.in-এ ঘোষণা করা হবে।  12 এর ফলাফল wbresults.nic.in-এও পাওয়া যাবে। শিক্ষার্থীরা রোল নম্বর এবং/অথবা অন্য কোনো প্রয়োজনীয় বিবরণ ব্যবহার করে তাদের বোর্ড পরীক্ষার ফলাফল দেখতে পারে। বোর্ড এই ফলাফল ঘোষণা করার জন্য একটি সংবাদ সম্মেলন করবে যার পরে ফলাফল লিঙ্ক সক্রিয় করা হবে। ফলাফল ঘোষণার তারিখ ও সময় শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে।

ফলাফলের দিন, শিক্ষার্থীরা অনলাইনে তাদের স্কোরকার্ড পরীক্ষা করতে পারে। মার্কশিটের ফিজিক্যাল কপি পরে বিতরণ করা হবে।পশ্চিমবঙ্গ বোর্ডের সভাপতি  12 শ্রেণী পরীক্ষার ফলাফলের তারিখ নিশ্চিত করেছেন। শিক্ষার্থীরা তাদের ফলাফল 2023 অনলাইনে অফিসিয়াল ওয়েবসাইট-wbchse.wb.gov.in-এর মাধ্যমে দেখতে পারে।

আরও পড়ুন- সীতারাম জিন্দাল স্কলারশিপ আবেদন করলে পাবেন প্রতিমাসে ৩২০০ টাকা, জানুন কি ভাবে আবেদন করবেন।

Join Join