লক্ষীর ভান্ডার নিয়ে এক বড় আপডেট টেনে কটাক্ষের মুখে সরকার!

পশ্চিমবঙ্গের কর্মহীনা নারীদের আর্থিকভাবে সাহায্য করার জন্য বঙ্গ সরকার এই প্রকল্প চালু করেছিল যার নাম লক্ষীর ভান্ডার প্রকল্প। এই প্রকল্পের আওতায় থাকা মহিলারা মাসিক ৫০০ থেকে হাজার টাকা অব্দি পান। ২০২১ সালে বিধানসভা ভোট জয় করার পরি এই নতুন প্রকল্প চালু করেছিল মমতা সরকার। খুব শীঘ্রই এই প্রকল্প মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছিল। দুয়ারে সরকারের প্রথম দিনেই রাজ্যের ১ লক্ষ ৩৫ হাজার মহিলা আবেদন জানিয়েছেন। তবে এবারে লক্ষ্মীর ভান্ডার নিয়ে আরো এক নয়া নির্দেশিকা জারি করা হলো পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের তরফে। যা নিয়ে শোরগোল পড়েছে সাধারণ মানুষের মধ্যে।

এই নোটিশের মাধ্যমে জানানো হয়েছে যে সমস্ত মহিলাদের ব্যাংক একাউন্টের সঙ্গে আধার নাম্বার লিঙ্ক করা নেই তাদের আর কোনমতেই লক্ষীর ভান্ডারের টাকা ঢুকবে না। আপনার ব্যাংক একাউন্টে যদি কেওয়াইসি করা না থাকে আপনি আর টাকা পাবেন না। বেশ কিছুদিন আগে কেন্দ্রীয় সরকার ও তার আবাস যোজনা,আনন্দধারা প্রকল্প সহ বেশ কয়েকটি প্রকল্পকে নিয়ে এই একই নির্দেশিকা জারি হয়েছিল।

এর আগেও কেন্দ্রীয় সরকারকে অনুকরণ করে পদক্ষেপ নেয়ার জন্য রাজ্য সরকারকে বিভিন্ন কটাক্ষের মুখোমুখি করতে হয়েছিল। কিন্তু তারপরেও আবার এমন কাজ করল রাজ্য সরকার। যদিও বেশ কিছু মাছ ধরেই লোকের ভান্ডারে বিভিন্ন বেনিয়মের ছাপ দেখা যাচ্ছে । আগামী দিনে কোনো অযোগ্য আবেদনকারী যাতে লক্ষ্মীর ভান্ডারের আওতায় অনুদানের টাকা না পান তা নিশ্চিত করার জন্যই এই নিয়ম।

এছাড়াও আরো এক নতুন নিয়ম শুরু হয়েছে লক্ষীর ভান্ডারে। এবার থেকে কোন মহিলা স্বাস্থ্য সাথী কার্ড না থাকলেও সে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে খুব সহজেই এই কার্ড ছাড়া লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। জানা গিয়েছে এখনো বহু মহিলার কার্ড নেই যার ফলে তারা এই প্রকল্পের আওতায় আবেদন করতে পারেননি। যার ফলে অনেকেই এই প্রকল্প থেকে বঞ্চিত হয়েছে। তবে এবার সরকারের নতুন সিদ্ধান্তের জন্য খুব সহজেই বহু মহিলারা এই প্রকল্পের সুবিধা পেতে পারবেন।

বহুদিন ধরেই এই লক্ষীর ভান্ডারে টাকা পাচ্ছেন পশ্চিমবঙ্গের বহু লক্ষী। এ নিয়ে বিরোধীরা নানা কটাক্ষ করলেও এই প্রকল্প পেয়ে খুশি পশ্চিমবঙ্গের মহিলারা। অনেকেই মনে করছেন শুধুমাত্র ভোট পাওয়ার জন্যই রাজ্যে এই ধরনের প্রকল্পগুলি চালু করেছে সরকার। এই ধরনের প্রকল্পে রাজ্যের অর্থাভাব দেখা দিতে পারে। কিন্তু এই প্রকল্পকে হাতিয়ার করে অন্য সবাইকে পিছনে ফেলে অনেকটি আগে এগিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ সরকার।

রাজ্যজুড়ে ২০শে এপ্রিল পর্যন্ত দুয়ারে সরকারের ক্যাম্পগুলি চলবে। যদিও এর মধ্যে ১লা এপ্রিল থেকে ১০ই এপ্রিল তারিখ পর্যন্ত বিভিন্ন প্রকল্পের আওতায় আবেদন গ্রহণ করা হবে ও ১১ই এপ্রিল তারিখ থেকে ২০শে এপ্রিল তারিখ পর্যন্ত আবেদনকারী গ্রাহকদের নানাবিধ পরিষেবা প্রদান করা হবে।

আরও পড়ুন- বন্ধ হয়ে যেতে পারে আপনার আবাস যোজনার টাকা! এটি আজই করুন

Join Join