LIC Pension Scheme – বিন্দু বিন্দু জমিয়েই সিন্ধু তৈরি করা যায়। অর্থাৎ বিন্দু বিন্দু জমিয়ে মোটা পুঁজি তৈরি করা সম্ভব হয়। এভাবেই অল্প অল্প সঞ্চয়ই আপনার ভবিষ্যৎ সুনিশ্চিত করতে পারে। সকলকেই একটা নির্দিষ্ট বয়সের পর অবসর নিতে হয়। এই অবসরের পরের জীবন কিভাবে কাটবে সকলেই সেই চিন্তায় থাকেন।
কিছু কিছু চাকরিজীবীদের পেনশন (LIC Pension Scheme) ব্যবস্থা থাকলেও বেশিরভাগ ক্ষেত্রে এই পেনশন ব্যবস্থা মোটামুটি বন্ধ হয়ে গেছে বললেই চলে। এখন সরকার ‘কন্ট্রিবিউটরি পেনশন স্কিম’ চালু করেছে। কিন্তু যারা চাকরি করেন না, তাদের অবসর জীবন চলবে কিভাবে?
কারন একটা সময় সকলকেই অবসর নিতে হয়। যারা চাকরি করেন না তারা কর্মজীবনে উপার্জন করে বর্তমান জীবন কাটাচ্ছেন ঠিকই, কিন্তু তাদের ভবিষ্যৎ নিয়ে তারা চিন্তিত থাকেন। অবসরকালীন জীবন কিভাবে চলবে। তবে সুনিশ্চিত পরিকল্পনা মত বিনিয়োগ করলে অবসরকালীন জীবন স্বাচ্ছন্দ্যে কাটতে পারে। হ্যা সাধারণ মানুষের জন্যও পেনশনের (LIC Pension Scheme) সুবিধা উপলব্ধ রয়েছে। তবে তার জন্য নাগরিককে টাকা বিনিয়োগ করতে হবে। তবেই অবসরের পর পেনশনের সুবিধা উপভোগ করতে পারবেন।
আরও পড়ুন – রেশন কার্ড থাকলে নাকি মিলছে ৮০ হাজার টাকা ! কিন্তু কেন ? জানুন আসল তথ্য।
কোথাও বড় অঙ্কের টাকা একবারে জমা দিয়ে মাসিক (LIC Pension Scheme) পেনশন নেওয়া যায়, আবার কোথাও কর্মজীবনে উপার্জন করা অর্থ মাসিক হারে বিনিয়োগ করে অবসরকালীন জীবনে মাসিক পেনশন পাওয়া যায়। বিভিন্ন বিনিয়োগ সংস্থা বা বীমা সংস্থায় বিভিন্ন পেনশন স্কিম (LIC Pension Scheme) চালু রয়েছে। তবে ভবিষ্যতের জন্য বিমায় টাকা রাখায় অনেকেরই দ্বিধা রয়েছে। কিন্তু সঠিক জায়গায় বিনিয়োগ করলে লাভ হবে। এলআইসি বা জীবন বিমা নিগমের এমন কিছু পলিসি রয়েছে, যা সাধারণ মানুষের কথা মাথায় রেখেই আনা হয়েছে।
ভারতের সব থেকে বড় বিমা সংস্থা হল লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (এলআইসি) (LIC Pension Scheme) । দেশের কয়ক কোটি মানুষ নিজের ও নিজেদের ভালোবাসার মানুষদের ভবিষ্যত সুরক্ষিত করতে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (এলআইসি)-এর বিভিন্ন পলিসিতে বিনিয়োগ করে থাকেন।
লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC) একটি নতুন পেনশন স্কিম চালু করেছে। LIC-র এই দুর্দান্ত স্কিমটি হল ‘পেনশন প্লাস প্ল্যান'(LIC Pension Scheme) । অবসরের কথা মাথায় রেখেই সেই সব ব্যক্তিদের জন্য এই স্কিমটি চালু করা হয়েছে, যাঁরা বৃদ্ধ বয়সে কোনও সমস্যা ছাড়াই সুস্থ জীবনযাপন করতে চান। LIC নিউ পেনশন প্লাস প্ল্যান হল একটি নন-পার্টিসেপশন, ইউনিট-লিঙ্কড, পার্সোনাল পেনশন প্ল্যান। এই স্কিমের (LIC Pension Scheme) মাধ্যমে আপনি নিয়মিত বিনিয়োগ করে নিজের জন্য একটি বিশাল তহবিল তৈরি করতে পারেন।
এই স্কিমে আপনার অর্থ তহবিল থেকে ৪০% টাকা আপনি বিনিয়োগ করতে পারবেন। তবে এই স্কিমের ক্ষেত্রে আপনাকে যে কোনো একটি প্ল্যান বেছে নিতে হবে। কারণ LIC-র পেনশন প্ল্যানে (LIC Pension Scheme) বিনিয়োগের একাধিক অপশন রয়েছে, যেমন- পেনশন গ্রোথ ফান্ড, পেনশন বজ ফান্ড, পেনশন সিকিউরড ফান্ড এবং পেনশন ব্যালান্সড ফান্ড। এর মধ্যে যে কোনো একটি বেছে নিয়ে বিনিয়োগ করতে হবে। এই প্ল্যানে বিনিয়োগ করে আপনি ভালো রিটার্ন পেয়ে যাবেন। LIC-র এই পেনশন প্লাস প্ল্যানে ৮ শতাংশ অবধি রিটার্ন পাওয়া যায়।
এই প্ল্যানে (LIC Pension Scheme) কত বিনিয়োগ করলে কত রিটার্ন পাবেন?
এই প্ল্যানে নূন্যতম এককালীন বিনিয়োগের অঙ্কটা হল ১ লক্ষ টাকা। মাসিক বিনিয়োগের ক্ষেত্রে সেটি ৩ হাজার টাকা এবং বার্ষিক বিনিয়োগের ক্ষেত্রে এই নূন্যতম অঙ্কটা হল ৩০ হাজার টাকা। কোনো বিনিয়োগকারীর মাসিক প্রিমিয়াম ৫ হাজার টাকা হলে তহবিলের মূল্য ২০ বছরে তা প্রায় ২৩ লক্ষ টাকা হবে।
আরও পড়ুন – আধার কার্ডের এই নিয়ম, বদলে দিল কেন্দ্র। জানুন নতুন নিয়ম।