ONGC Scholarship – ওএনজিসি স্কলারশিপে আবেদন করলেই মিলবে 48,000 টাকা, কিভাবে আবেদন করবেন আরো বিস্তারিত পড়ুন।

ONGC Scholarship Scheme 2023অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড হল ভারতের একটি অপরিশোধিত তেল এবং প্রাকৃতিক গ্যাসের উৎপাদনকারী। এই কর্পোরেশন ONGC স্কলারশিপ নামে পরিচিত তার স্কলারশিপ প্রোগ্রাম চালু করেছে। পড়াশোনার ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের পাশে থাকার জন্যই তারা এই নতুন স্কলারশিপ শুরু করেছে।

ওএনজিসি স্কলারশিপ কি?

এটি ভারতের কম সুবিধাপ্রাপ্ত শিক্ষার্থীদের বার্ষিক 2000 টাকা বৃত্তি প্রদান করে। বর্তমানে ইঞ্জিনিয়ারিং/মেডিকেল/এমবিএ/জিওফিজিক্স/জিওলজির প্রথম বর্ষে নথিভুক্ত শিক্ষার্থীরা এই (ONGC Scholarship Scheme 2023) বৃত্তির জন্য আবেদন করতে পারে। তফসিলি শ্রেণী (SC), তফসিলি উপজাতি (ST) এবং অন্যান্য অনগ্রসর শ্রেণী (OBC) এই সমস্ত সম্প্রদায়ের ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারে।

আরও পড়ুন – Student Tablet – উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের মিলবে ট্যাবের টাকা! কবে মিলবে দেখুন।

এই স্কলারশিপে (ONGC Scholarship 2023) আবেদন করার জন্য কি কি যোগ্যতার প্রয়োজনীয়?

১) তাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
২) তাদের বর্তমানে ইঞ্জিনিয়ারিং/মেডিকেল/এমবিএ/জিওফিজিক্স/জিওলজি বিভাগের প্রথম বর্ষে নাম নথিভুক্ত থাকতে হবে।
৩) ইঞ্জিনিয়ারিং/মেডিকেলের জন্য, এন্ট্রান্স পরীক্ষার তাদের প্রাপ্ত নম্বর 60% বা তার বেশি হতে হবে। MBA/Geology/Geophysics-এর জন্য, তাদের অবশ্যই 60% বা 6 GPA/OGPA সহ 10-পয়েন্ট স্কেল গ্রেডিং সিস্টেমে স্নাতক হতে হবে।

৪) SC/ST ছাত্রদের জন্য বার্ষিক মোট আয় 4.5 লক্ষ এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর (OBC) জন্য বার্ষিক মোট আয় 2 লাখ টাকার বেশি হওয়া চলবে না।
৫) প্রত্যেক বছর পরীক্ষায় ৭ শতাংশ নাম্বার পেলে তবেই তারা প্রতিবছর এই টাকা পাবে।
৬) প্রার্থীর বয়স 1লা জুলাই, 2023 অনুযায়ী 30 এর বেশি হলে চলবে না।

এই স্কলারশিপে (ONGC Scholarship) আবেদন করার জন্য কি কি নথি পত্র প্রয়োজনীয়?

১) আধার কার্ডের কপি।
২) শেষ পরীক্ষার রেজাল্টের কপি।
৩) ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেলের জন্য আবেদনকারী শিক্ষার্থীদের জন্য এন্ট্রান্স পরীক্ষার ফলাফল পত্রের অনুলিপি।

৪) এমবিএ এবং জিওফিজিক্স/জিওলজির জন্য আবেদন করা শিক্ষার্থীদের জন্য স্নাতক মার্কশিটের কপি।
৫) তফসিলি জাতির সার্টিফিকেটের কপি।
৬) ব্যাংক বিবরণ।
৭) প্যান কার্ডের কপি।
৮) পারিবারিক বার্ষিক আয়ের শংসাপত্র।

আরও পড়ুন- ৮ শ্রেণী পাশ হলেই ১২০০০ টাকা দিচ্ছে কেন্দ্র সরকার, এক্ষুনি আবেদন করুন।

এই স্কলারশিপ (ONGC Scholarship) এর জন্য আবেদন করবেন কিভাবে?

এই স্কলারশিপ এর জন্য আপনি অনলাইন এবং অফলাইন দুটি পদ্ধতিতে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনের ক্ষেত্রে।

১) ONGC ফাউন্ডেশন স্কলারশিপ (ONGC Scholarship Scheme 2023)পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইট এ যান।
২) অ্যাপ্লাই স্কলারশিপ” বিকল্প এ ক্লিক করুন।
৩) ট্রামাস এন্ড কন্ডিশনস অপশনে টিক দিন।
৪) এরপর আপনার সামনে একটি আবেদন পত্র খুলে যাবে ঠিকঠাকভাবে সেই আবেদন পত্র পূরণ করুন।


৫) আবেদন করার জন্য প্রয়োজনীয় নথিপত্রের স্ক্যান কপি আপলোড করুন।
৬) এরপর সমস্ত তথ্য এবং নথি একবার ভালো করে মিলিয়ে নিয়ে সাবমিট বাটনে ক্লিক করে আপনার আবেদনটি সফল করুন।
৭) এরপর আবেদনটি সম্পূর্ণ হলে আবেদনপত্রের একটি প্রিন্ট আউট বের করে নিন ও ওই প্রিন্ট করা ফরম এবং প্রয়োজনীয় নথিভঙ্গের জেরক্স কপি কোম্পানি নিকটবর্তী জনই যোনিং জমা দিন।

এবারে জেনে নেওয়া যাক অফলাইনে আবেদন করার পদ্ধতি –

১) আবার সেই একই ওয়েবসাইটে যান।
২) আবেদনপত্র ডাউনলোড করুন।
৩) ডাউনলোড করে সেটিকে প্রিন্ট করে নিয়ে সেটিকে ফিলাপ করুন।
৪) আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথিগুলির কপি জোন অফিসে জমা করে দিন।
এভাবে খুব সহজে অফলাইনেও আপনি স্কলারশিপ এর জন্য আবেদন করতে পারেন।

আরও পড়ুন – Scholarship 2023 – মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পাশ পড়ুয়াদের জন্য “ভগবত গীতা স্কলারশিপ” চালু করা হয়েছে।

Join Join