বন্ধ হয়ে যেতে পারে আপনার আবাস যোজনার টাকা! এটি আজই করুন

Awas Yojana Aadhar Link – অনেকদিন ধরে আবাস যোজনার টাকা না পাওয়াই দুশ্চিন্তায় রয়েছেন দেশের নাগরিকরা। যদিও পশ্চিমবঙ্গের রাজ্য সরকার জানিয়েছে কেন্দ্র এখনো অব্দি আবাস যোজনা টাকা না দেওয়ায় তারা তা এখনো অব্দি ক্লিয়ার করতে পারছে না। তবে এরই মধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে পুনরায় এক নতুন নির্দেশিকা মারফত রাজ্যের বিভিন্ন জেলায় বসবাসকারী সাধারণ মানুষ থেকে শুরু করে জেলা প্রশাসনের উদ্দেশ্যে এক নয়া বার্তা জারি করা হয়। আর ইতিমধ্যেই এই নতুন আপডেট নিয়ে রাজ্যের নাগরিকদের মধ্যে শুরু হয়েছে নানা বিতর্ক।

বেশ কিছুদিন আগে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছিল যে যারা আবাস যোজনা টাকা পাচ্ছেন তাদের নির্দিষ্ট একটি লিস্ট তৈরি করতে হবে এবং যারা আবেদন করেছে তাদের মধ্যে যারা টাকাটি পাবার যোগ্য তাদেরও একটি লিস্ট বানাতে হবে এবং তার সঙ্গে সঙ্গে আবেদনকারীর প্রত্যেকের আবেদনের সঙ্গে আধার কার্ড কে লিংক করাতে হবে। কিন্তু রাজ্য সরকারের তরফে লিস্ট বানানোর কাজ সম্পন্ন হলেও তারা এখনো সবার application এর সঙ্গে আধার কার্ড সংযুক্ত করে উঠতে পারেনি। তাই রাজ্য সরকারি তরফে এবার আবাস যোজনার সঙ্গে আধার কার্ড সংযোগের কড়া নির্দেশিকা জারি করা হলো।

যদিও আবাস যোজনার টাকা পেতে গেলে আধার কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক এই বার্তারাজ্য সরকারের তরফে জেলা প্রশাসনগুলিকে এই প্রথম দেওয়া হয়নি, ইতিপূর্বেও বারংবার জেলা প্রশাসনগুলিকে আধার সংযুক্তিকরণের নির্দেশ দেওয়া হয়েছিল। সাথে সাথে রাজ্য সরকারি তরফে ইউজ হারানো হয়েছিল যে প্রত্যেকটি কেন্দ্রীয় সরকারের প্রকল্পের সাথে তাদের আধার কার্ড লিংক করা বাধ্যতামূলক। ভাই আপনি যদি আবার যোজনার টাকা পেতে চান অবশ্যই আপনার আধার কার্ড দিয়ে লিঙ্ক (Awas Yojana Aadhar Link) করতে হবে।

আধার লিংকের মাধ্যমে উপভোক্তাদের একাউন্টে আধারের মাধ্যমে সরাসরি টাকা পাঠিয়ে দেওয়ার চিন্তাভাবনা করছে কেন্দ্রীয় সরকার। এই ব্যবস্থার মাধ্যমে কেন্দ্র সরকার এবং ভারতে বসবাসকারী নাগরিকরা উভয়ই উপকৃত হবেন। আধার বেস্ট পেমেন্ট চালু করা হলে ভারতের যেকোনো নাগরিকের আধার কার্ড স্ক্যান করলেই জানা যাবে তারা কোন কোন প্রকল্পের জন্য সরকারি তরফে টাকা পেয়েছেন। অন্যদিকে যে কোন নাগরিকের ব্যাংক একাউন্ট থেকে অন্য কোন তৃতীয় ব্যক্তি তার টাকা তুলে নিতে পারবে না।

এই সমস্ত দিকগুলিকে মাথায় রেখে কেন্দ্রীয় সরকার এই নতুন আধার বেস পেমেন্ট চালু করার সিদ্ধান্ত নিয়েছে। তাই আপনি যদি প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবেদন করে থাকেন অথবা অলরেডি টাকা পেয়ে থাকেন দ্বিতীয় বার টাকা পেতে গেলে অবশ্যই আপনাকে এই একাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক (Awas Yojana Aadhar Link) করাতে হবে। না হলে হয়তো আপনার আবাস যোজনা টাকা আটকে যেতে পারে।

আরও পড়ুন- Pan Aadhaar Link Free – লাগবে না ১০০০ টাকা, ফাইন ছাড়াই লিংক করুন আধার প্যান!

Join Join