বিভিন্ন সময়ে বিভিন্ন নতুন নতুন ব্যাংকিং এর নিয়ম নিয়ে আসতে থাকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI). এবার তার আকৃতি রোডে ডেবিট কার্ড সংক্রান্ত নিয়ে এলো একটি নতুন নিয়ম। যে নিয়মে সুবিধা প্রাপ্ত হবেন অনেক ব্যবহারকারী। বর্তমানে রূপে ভিসা আমেরিকান এক্সপ্রেস এর মত বহু পেমেন্ট নেটওয়ার্ক রয়েছে। তবে এই নতুন নিয়ম এলে সব কটি পেমেন্ট গেটওয়ে কার্ড এর জন্যই এক নতুন সুবিধা হবে।
বর্তমানে আপনার কাছে হয়তো ভিসা এবং ভারত সরকার পরিচালিত গ্রুপে এই দুটির ক্রেডিট এবং ডেবিট কার্ড রয়েছে। কিন্তু আপনি পেমেন্ট করতে গিয়ে দেখতে পেলেন আপনি সেখানে ভিসা অথবা রূপের কার্ডে পেমেন্ট করতে পারবেন না। কিন্তু রিজার্ভ ব্যাংক যে নতুন নিয়ম আনছে সেই নিয়ম এলে আপনি যেকোনো কার্ড এই যে কোন জায়গায় পেমেন্ট করতে পারবেন পেমেন্ট গেটওয়ের জন্য আপনার কোন রকম অসুবিধা হবে না।
আরও পড়ুন – New traffic fines – বাইকে এই ৪ টি জিনিস করলে, দিতে হবে মোটা টাকার জরিমানা! বিস্তারিত জেনে নিন
আসলে বহু সময় বহু মার্চেন্ট সমস্ত কাজ থেকে পেমেন্ট একসেপ্ট করতে অক্ষম সেক্ষেত্রে তারা গ্রাহকদের সব কার্ড একসেপ্ট করতে পারেন না কিন্তু রিজার্ভ ব্যাংকের (RBI) এই নতুন নিয়ম এলে মার্চেন্ট যেকোনো কার্ড একসেপ্ট করতে সক্ষম হবেন। যার ফলে সাধারণ মানুষ সুবিধাকৃত হবেন।
তবে দেশের নিজস্ব গেটে রূপে এর জন্য বিশেষ সুবিধা আনছে ভারত সরকার। এতদিন ভিসা আমেরিকান এক্সপ্রেস প্রভৃতি কার্ডে আপনি যে সুবিধা পেতেন এবার থেকে রূপের কার্ডেও আপনি সেই একই সুবিধে পাবেন। আসলে ভারতের নিজস্ব রূপে কার্ডকে প্রমোট করার জন্য এই নতুন সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। হয়তো এই নতুন নিয়ম এলে মানুষের রূপে কার্ড নেওয়ার ইচ্ছা বাড়তে পারে। তবে বর্তমানে এখনো অনেক মানুষ ইন্টারন্যাশনাল পেমেন্টে অসুবিধে থাকার জন্য রূপে নেন না। কিন্তু আশা করা হচ্ছে খুব শীঘ্রই এই সমস্যাও দূর করে দেবেন ভারত সরকার।
বিশেষজ্ঞদের দাবি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) এই নতুন নিয়োগ চালু করলে, সুবিধাকৃত হবেন ভারতের প্রায় লাখ লাখ মানুষ। বর্তমানে বহু মানুষই শপিং করতে গিয়ে অথবা বিভিন্ন ক্ষেত্রে কার্ড জনিত এই সমস্যার মুখোমুখি হন। কিন্তু এই নতুন নিয়ম চালু হলে এই সমস্যা একেবারে নির্মূল হয়ে যাবে বলে মনে করছেন তারা। এখন দেখার বিষয়। কত দিনে এই নতুন নিয়ম চালু করে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া।
আরও পড়ুন – SBI YONO NEW APP – এসবিআই ব্যাঙ্কের অ্যাপ থেকে আরও সহজ হল লেনদেন! বিস্তারিত জানুন