Samajik Suraksha Yojana – সন্তানের ভবিষ্যৎ থেকে চিকিৎসা, সমস্ত খরচ দেবে সরকার, দেখুন কী কী সুবিধা পাবেন এই প্রকল্পে।

Samajik Suraksha Yojana – সামাজিক সুরক্ষা প্রকল্পের মাধ্যমে নিজের সন্তানের ভবিষ্যৎ থেকে চিকিৎসার খরচ পেতে পারেন! আর কী কী সুবিধা মিলবে দেখুন আজকের এই প্রতিবেদনে। পশ্চিমবঙ্গ সরকার জনসাধারণের সাহায্যের জন্য সদা তৎপর থাকে।রাজ্যের সাধারণ মানুষ এই প্রকল্পগুলির মাধ্যমে উপকৃত হচ্ছেন।

জনসাধারণের সুবিধার জন্য যে সব প্রকল্প চালু করা হয়েছে সেই প্রকল্পগুলির মধ্যে একটি উল্লেখযোগ্য প্রকল্প হল (Samajik Suraksha Yojana) সামাজিক সুরক্ষা প্রকল্প। এই প্রকল্পটি মূলত রাজ্যের অসংগঠিত শ্রমিক অর্থাৎ নির্মাণ কর্মী, পরিবহনকর্মী সহ অন্য শ্রমিকদের জন্য চালু করা হয়েছে।

রাজ্যের সব শ্রেণির মানুষের সুরক্ষার কথা ভেবেই(Samajik Suraksha Yojana) পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন প্রকল্প চালু করেছেন । রাজ্যের শ্রমিক বা নির্মাণ কর্মীদের সুরক্ষার দিকে লক্ষ্য রেখেই পশ্চিমবঙ্গ সরকার এই  বিশেষ সামাজিক সুরক্ষা প্রকল্প চালু করেছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্প গুলির মধ্যে এই প্রকল্পটি শ্রমিকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রকল্প।

সকল শ্রমিকদের সমান সুবিধা দেওয়ার উদ্দেশ্যে ২০১৭ সালে সমগ্র পশ্চিমবঙ্গে সামাজিক সুরক্ষা যোজনা চালু হয়েছে। এই (Samajik Suraksha Yojana) সামাজিক সুরক্ষা যোজনার মাধ্যমে শ্রমিকরা অনেক সরকারী সুবিধা পেয়ে থাকেন।

আরও পড়ুন – Balika Samriddhi Yojana – পড়াশুনার সমস্ত খরচ দেবে সরকার, কেন্দ্রের এই প্রকল্পে।

সামাজিক সুরক্ষা যোজনা কী?

সামাজিক সুরক্ষা যোজনার অধিনে পশ্চিমবঙ্গের শ্রমিকদের সুরক্ষার জন্য আর্থিক সাহায্য করা হয়। শ্রমিকদের সন্তানদের পাড়াশুনার টাকা, চিকিৎসার জন্য সাহায্য সহ আধুনিক কাজের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। এছাড়াও আর অনেক সরকারি সুবিধা প্রদান করা হয়।

সামাজিক সুরক্ষা যোজনায় কী কী সুযোগ-সুবিধা দেওয়া হয়?

১) সামাজিক সুরক্ষা যোজনায় এক পরিবারের সর্বাধিক দুটি সন্তানের শিক্ষার জন্য আর্থিক সহযোগিতা করা হয়।
২) সামাজিক সুরক্ষা যোজনার উপভোক্তা ও তার পরিবারে যদি কেউ অসুস্থ হয়,তাহলে তাদের জন্য ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের মাধ্যমে অপারেশনের জন্য সাহায্য করা হয়।

সামাজিক সুরক্ষা যোজনার (Samajik Suraksha Yojana) আওতায় কত টাকা দেওয়া হয়?

১) এই যোজনার আওতায় একাদশ শ্রেণিতে ৪ হাজার টাকা, দ্বাদশ শ্রেণিতে হলে ৫ হাজার টাকা, আই টি আই হলে ৬ হাজার টাকা, স্নাতকস্তরের জন্য ৬ হাজার টাকা দেওয়া হয়।
২) স্নাতকোত্তর (PG) হলে ১০ হাজার টাকা করে বাৎসরিক সাহায্য পাওয়া যাবে।
৩) এছাড়াও পলিটেকনিক হলে বছরে ১০ হাজার টাকা এবং ডাক্তারি/ইঞ্জিনিয়ারিং পাঠরত হলে বাৎসরিক ৩০ হাজার টাকা করে দেওয়া হয়।
৪) কেউ অসুস্থ হলে তাদের জন্য ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম এর মাধ্যমে ২০ হাজার টাকা এবং অপারেশন করতে হলে বছরে ৬০ হাজার টাকা পর্যন্ত পাওয়া যায়।
৫) এছাড়াও দুর্ঘটনায় আহত হলে বছরে ১০ হাজার টাকার সাহায্য পাওয়া যায়।
৬) ভবিষ্যনিধি প্রকল্প থাকলে উপভোক্তা মারা গেলে তাঁর পরিবার ৬০ হাজার এবং দুর্ঘটনায় মৃত্যু হলে ২ লাখ টাকা পাবে।
৭) আর দৃষ্টিশক্তি হারালে বা দুটি হাত বা দুটি পা কর্মক্ষমতা হারালেও ২ লাখ টাকার সহযোগিতা পাবেন।

সামাজিক সুরক্ষা যোজনা আবেদনের যোগ্যতা?

১) আবেদনকারী কে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হবে।
২) আবেদনকারীর বয়স ১৮ থেকে এবং সর্বোচ্চ ৬০ বছর হতে হবে।
৩) শুধুমাত্র অসংগঠিত শ্রমিকরা এই যোজনা জন্য আবেদন করতে পারবেন।
৪) পারিবারিক মাসিক উপার্জন ৬৫ হাজার টাকার কম হতে হবে।

আবেদন করবেন কীভাবে?

আবেদনকারীরা অনলাইনের মাধ্যমেও (Samajik Suraksha Yojana) সামাজিক সুরক্ষা যোজনায় আবেদন করতে পারেন। অফিসিয়াল এই wblabour.gov.in সাইটে গিয়ে আবেদন করতে পারেন। অনলাইন আবেদন করতে হলে রেজিস্ট্রেশন করতে হবে। এছাড়াও এলাকার ব্লক অফিসে গিয়েও আবেদনকারীরা আবেদন করতে পারেন।

Samajik Suraksha Yojana – এ আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথি?

  • আবেদনকারীর আধার কার্ড।
  • রেশন কার্ড বা ভোটের কার্ড।
  • ব্যাঙ্কের পাসবুকের জেরক্স।
  • ইনকাম সার্টিফিকেট।
  • পরিবারের সদস্যদের নাম ও তাদের পরিচয়পত্র ।

রাজ্য ও কেন্দ্রের নিত্য নতুন প্রকল্পের আপডেট রেগুলার পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল ও whatsapp গ্রুপে আজ যুক্ত হন।

আরও পড়ুন Krishak Bandhu Prakalpa – মিলবে না কৃষক বন্ধু প্রকল্পের টাকা! সময় থাকতে এই কাজ করুন।

Join Join