জেনে নিন স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 2023 কারা আবেদন করতে পারবেন, জানুন বিস্তারিত তথ্য

পশ্চিমবঙ্গ সরকারের একটি পরিচিত এবং জনপ্রিয় স্কলারশিপ হলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (Swami Vivekananda Scholarship)। যা বিকাশ ভবন স্কলারশিপ নামেও পরিচিত। বেশ কয়েক বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায় এর সরকার  এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের শুভ উদ্বোধন করেছেন।

যে সকল ছাত্র ছাত্রীরা মাধ্যমিক, উচ্চমাধ্যমিক বা কলেজের পরীক্ষায় পাশ করে পরবর্তী ক্লাসে ভর্তি হয়েছেন তারা বিকাশ ভবন স্কলারশিপ  বা Swami Vivekananda Merit-cum-Means Scholarship প্রকল্পের জন্য আবেদনযোগ্য। এটি পশ্চিমবঙ্গ সরকারের একটি স্কলারশিপ। যা প্রায় প্রতিবছর ছাত্রছাত্রীদের প্রদান করা হয়। চলুন আজ আমরা জেনে নেব এই স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত।

এই স্কলারশিপের (Swami Vivekananda Scholarship) জন্য আবেদন করতে গেলে কি কি যোগ্যতার প্রয়োজন?

১) উচ্চমাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষায় কমপক্ষে ষাট শতাংশ নম্বর, স্নাতক স্তরের ক্ষেত্রেও ষাট শতাংশ স্নাতকোত্তরের ক্ষেত্রে যা দাঁড়ায় ৫৩ শতাংশ। আপনি পলিটেকনিক নিয়ে পড়াশোনা করলে লাগবে ৬০ শতাংশ।
২) আবেদনকারীকে পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে।
৩) আবেদনকারীর পারিবারিক বাৎসরিক আয় আড়াই লক্ষ টাকার কম হওয়া আবশ্যিক।
৪) যে সকল ছাত্র-ছাত্রীরা অন্য কোন সরকারি অথবা বেসরকারি স্কলারশিপ পাচ্ছে অথবা আবেদন করেছে তারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে না।

স্কলারশিপ (Swami Vivekananda Scholarship) তরুণ কত টাকা করে পাওয়া যাবে?
১) উচ্চ মাধ্যমিক স্তরে পড়াশুনার ক্ষেত্রে প্রতিমাসে হাজার টাকা অর্থাৎ বছরে এককালীন বারো হাজার টাকা দেয়া হবে।
২) স্নাতক স্তরের ক্ষেত্রে প্রতিমাসে এক হাজার থেকে পাঁচ হাজার টাকা অর্থাৎ বছরে কমপক্ষে ১২ হাজার টাকা দেওয়া হবে।
৩) স্নাতকোত্তর স্তরে পড়াশোনার ক্ষেত্রে মাসিক 2000 থেকে 5000 টাকা পর্যন্ত দেয়া হবে।
৪) আপনি পলিটেকনি নিয়ে পড়াশোনা করলে প্রতি মাসে ১৫০০ টাকা করে দেওয়া হবে।

এই স্কলারশিপে (Swami Vivekananda Scholarship) আবেদন করার পদ্ধতি!
এই স্কলারশিপে শুধুমাত্র অনলাইনের মাধ্যমেই আবেদন করা যায় আপনি কোনভাবেই অফলাইনের মাধ্যমে এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন না। https://svmcm.wbhed.gov.in/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

এইজন্য অবশ্যই প্রত্যেক ছাত্র-ছাত্রীকে প্রথমে রেজিস্ট্রেশন  করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় আবেদনকারীর বর্তমান কোর্সের ওপর ভিত্তি করে তাকে স্কলারশিপ এর জন্য নির্বাচন করতে হবে।

ওয়েবসাইটে যাওয়ার পর Registation এ ক্লিক করুন আপনার সামনে রেজিষ্টেশন ফর্ম আসবে। এরপর ফর্ম টি ফিলাপ করুন তারপরে আপনার সঠিক ইমেইল এড্রেস ও ফোন নাম্বার দিন। এরপর আপনার জন্য পনের সংখ্যার একটি ইউনিক আইডি তৈরি হবে। উৎপন্ন আইডি নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে ক্যাপচার কোডটি পূরণ করুন ও লগইন করুন। ছবি স্বাক্ষর এবং ডকুমেন্টের স্ক্যান কপি আপলোড করুন। সবশেষে সাবমিটে ক্লিক করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন।

এই স্কলারশিপ সম্পর্কে কোন বিস্তারিত তথ্য পেতে চাইলে আপনি নিচের দেওয়া যোগাযোগ মাধ্যম দিয়ে যোগাযোগ করতে পারেন।
ইমেল আইডি:- helpdesk.svmcm-wb@gov.in
টোল ফ্রি নম্বর:- +1800-102-8014

আরও পড়ুন – সীতারাম জিন্দাল স্কলারশিপ আবেদন করলে পাবেন প্রতিমাসে ৩২০০ টাকা, জানুন কি ভাবে আবেদন করবেন।

Join Join