UPI Payment Pay Later – বর্তমান স্মার্টফোনের জামানায় প্রত্যেকেই ধীরে ধীরে ডিজিটাল হচ্ছে। এখন প্রায় প্রত্যেকের হাতেই স্মার্টফোন রয়েছে। আর এই স্মার্টফোনের মাধ্যমেই নিমেষে যে কোন জিনিস বাড়িতে বসেই হাতের কাছে পাওয়া যায়। আর এই কেনাকাটা করার জন্য আজকাল প্রায় সকলেই স্মার্টফোনের মাধ্যমে UPI ব্যবহার করে পেমেন্ট করেন। এখন গুগল পে থেকে শুরু করে ফোন পে-এর মতো থার্ড পার্টি অ্যাপগুলোর জোয়ার চলছে।
বর্তমানে দেশজুড়ে ডিজিটাল লেনদেনের যুগ চলছে। ছোট দোকান থেকে শুরু করে বড় শপিং মল-ইউপিআই এর মাধ্যমে লেনদেন করেন। পকেটে টাকা না থাকলেও আপনি যখন তখন UPI এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। তবে UPI পেমেন্ট করতে (UPI Payment Pay Later) হলে তার জন্য ব্যাংক অ্যাকাউন্টে টাকা থাকতে হবে। তবে এবার থেকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা না থাকলেও গ্রাহকরা UPI পেমেন্ট করতে পারবেন। অবাক হচ্ছেন তো! ঠিকি শুনছেন।
আরও পড়ুন – UIDAI Aadhaar – নয়া সার্কুলার কেন্দ্রের, আধার কার্ডের এই কাজটি এক্ষুনি করতে হবে।
আপনি যদি একজন UPI ব্যবহারকারী হন তবে আপনার জন্য একটি খুশির খবর রয়েছে। ব্যাঙ্ক অ্যাকাউন্টে জিরো ব্যালেন্স থাকলেও আপনি UPI ব্যবহারের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। এখন থেকে (UPI Payment Pay Later) আপনার ব্যাঙ্কে শূন্য ব্যালেন্স থাকলেও আপনি যখন তখন অর্থপ্রদান করতে পারবেন। আসলে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা RBI এখন UPI ব্যবহারকারীদের জন্য ক্রেডিট লাইন পরিষেবা দেওয়ার অনুমোদন দিয়েছে।
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) ব্যাঙ্কগুলিকে UPI-তে ‘পে লেটার’ পরিষেবা যোগ করার অনুমোদন দিয়েছে। কিছু ব্যাঙ্ক (UPI Payment Pay Later) ব্যবহারকারীদের তাদের পূর্ব-অনুমোদিত ক্রেডিট সীমা দিয়ে অর্থপ্রদান করতে সাহায্য করার জন্য ‘পে লেটার’ বিকল্প চালু করেছে। এরফলে ব্যবহারকারীর খালি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলেও পেমেন্ট করতে পারবেন। অর্থাৎ RBI-এর অনুমোদনের ফলে গ্রাহকদের অ্যাকাউন্টে টাকা না থাকলেও তাঁরা অর্থ প্রদান করতে সক্ষম হবেন।
এই UPI পে লেটার (UPI Payment Pay Later) সিস্টেমে কাজ করবে কিভাবে ?
১) এর জন্য প্রথমে ব্যাংকগুলিকে (UPI Payment Pay Later) ক্রেডিট লাইনের জন্য গ্রাহকের কাছ থেকে অনুমোদন নিতে হবে।
২) তারপরে ক্রেডিট সীমা নির্ধারণ করা হবে।
৩) এরপর ব্যবহারকারীরা তাদের UPI অ্যাপে ‘পে লেটার’ বিকল্পটি সক্রিয় করতে পারেন।
৪) অর্থপ্রদান করার পরে ব্যাঙ্ক গ্রাহকদের এটি পরিশোধ করার জন্য সময় দেবে। তবে এর জন্য গ্রাহককে কোনও অতিরিক্ত চার্জ দিতে হবে না।
৫) ব্যাঙ্ক অ্যাকাউন্টধারীর যোগ্যতার উপর নির্ভর করে সর্বোচ্চ ৫০,০০০ টাকার ক্রেডিট সীমা রেখেছে। আপাতত HDFC এবং ICICI ব্যাঙ্কগুলি UPI এর Now Pay Later পরিষেবা চালু করেছে। তবে RBI অন্যান্য সমস্ত ব্যাঙ্ককে UPI-এর সাথে এই সুবিধা যুক্ত করতে আদেশ দিয়েছে। অর্থাৎ খুব (UPI Payment Pay Later) শীঘ্রই সমস্ত ব্যাঙ্কে UPI এর Pay Later পরিষেবা চালু হতে চলেছে।
আরও পড়ুন – PAN Card – প্যান কার্ডের ক্ষেত্রে এই ভুল করলে মোটা টাকা জরিমানা, ফ্রিজ হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট।