Free Smartphone Scheme- এবার থেকে রাজ্যের মহিলাদের বিনামূল্যে মোবাইল প্রদান করবে পশ্চিমবঙ্গ সরকার। এর আগে স্কুলের ছাত্র-ছাত্রীদের পড়াশোনার জন্য মোবাইল (Free Smartphone)প্রদান করেছিল তারা। এবার মহিলাদের জন্য সেই সুবিধা আনতে চলেছে মমতা সরকার। কিন্তু হঠাৎ করে কেন এই সুবিধা? কারা পাবেন এই সুবিধা? এবং কেনই বা পাবেন এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক বিস্তারিত।
আসলে মহিলাদের সুবিধার্থেই এই মোবাইল (Free Smartphone)দেবে রাজ্যের সরকার। কিন্তু রাজ্যের সমস্ত মহিলারা কি এই সুযোগ পাবেন নাকি স্পেসিফিক কিছু মহিলাদের এই সুযোগ দেওয়া হবে। তার জন্য এই প্রতিবেদনটি আপনাকে শেষ অব্দি করতে হবে। আপাতত শুধুমাত্র অঙ্গনারীতে চাকরি করা মহিলাদেরই এই ফোন দেবে রাজ্য সরকার।
আরও পড়ুন – NPS Scheme – দারুন সুখবর পেনশন ভোগীদের জন্য, বিস্তারিত জানুন।
৮ হাজার টাকার মূল্যের একটি করে স্মার্টফোন রাজ্য সরকারি তরফে তুলে দেয়া হবে অঙ্গনারী কর্মীদের হাতে। আসল (Free Smartphone Scheme)কথা কাজের সূত্রে অনেকের সঙ্গেই তাদের পরিচয় রাখতে হয়। এই কাজে তাদের যাতে কোন অসুবিধা না হয় সে কারণেই এই মোবাইল ফোন তুলে দিচ্ছে রাজ্য সরকার।
লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা থেকে শুরু করে জয় জোহর, সবুজ সাথী, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, তরুণের স্বপ্ন প্রকল্প দ্বাদশ শ্রেণীতে পাঠরতদের ট্যাব প্রদান থেকে শুরু করে সমব্যথী প্রকল্প, লোকপ্রসার প্রকল্প থেকে শুরু করে ঐক্যশ্রী, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (Free Smartphone Scheme)থেকে ওয়েসিস স্কলারশিপ, বিধবা ভাতা, পুরোহিত ভাতা থেকে শুরু করে ইমাম-মুয়াজ্জিন ভাতা, যুবশ্রী, সামাজিক সুরক্ষা যোজনা সহ একাধিক জনকল্যাণমুখী প্রকল্পের সূচনা করেছে মা মাটি মানুষের সরকার।
এবার এই প্রকল্পের মাধ্যমে (Free Smartphone Scheme)আরো একটি জনকল্যাণমূলক কাজ করতে চায় তারা। কিভাবে কখন এই মোবাইল প্রদান করা হবে তা খুব শিগ্রি সরকারি তরফে জানিয়ে দেওয়া হবে। এরকম ধরনের খবর সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের ওয়েবসাইটে নজর রাখুন।
আরও পড়ুন – RBI টাকা তোলার সীমা বেঁধে দিল এই ব্যাংকে।