Duare Saree Scheme – বাংলায় ‘দুয়ারে শাড়ি” কর্মসূচি চালু হচ্ছে! পুজোর আগে সবাইকে পোশাক দেবে সরকার

Duare Saree Scheme – যে কোন সরকারি অফিসে কোন কাজের জন্য গেলে সাধারণ মানুষকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হত। তাই রাজ্যের মানুষের সুবিধার্থে ‘দুয়ারে সরকার’ (Duare Saree Scheme) কর্মসূচি চালু করেছেন রাজ্য সরকার। এই দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষ বাড়ির কাছেই বিভিন্ন ধরনের সরকারি কাজ খুব সহজেই করতে পারছে। শুধু তাই নয় একইভাবে সাধারণ মানুষের সুবিধার কথা ভেবে ‘দুয়ারে রেশন’ প্রকল্পের মাধ্যমে রেশনের পণ্য সামগ্রী বাড়িতে পৌঁছে দিচ্ছে রাজ্য সরকার।

তেমনই এবার ‘দুয়ারে শাড়ি’ (Duare Saree Scheme) কর্মসূচি চালু করা হচ্ছে। এই কর্মসূচির মাধ্যমে সরকার আর্থিকভাবে পিছিয়ে পড়া দুঃস্থ মানুষদের জন্য স্বল্প মূল্যে শাড়ি বিক্রি করবে। এবার পাড়ায় পাড়ায়, গ্রামের অলিতে গলিতে কম দামে দুর্দান্ত সব শাড়ি বিক্রি করবে সরকার। সামনেই বাঙালির সবচেয়ে বড় উৎসব দূর্গা পুজো। আর পুজো মানেই নতুন পোশাক না কিনলে কি চলে।

এমন অনেক মানুষ রয়েছেন যারা আর্থিক সমস্যার কারণে পুজোয় নতুন পোশাক কিনতে পারেন না। সেই সমস্ত দুঃস্থ মানুষদের কথা ভেবেই (wb gov duare saree scheme) রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ এই নতুন কর্মসূচি চালু করছেন। পূজোর আগে এই কর্মসূচির চালু হলে অনেক দুঃস্থ মানুষ উপকৃত হবেন।

আরও পড়ুন – Post Office GDS Recruitment – শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে পোস্ট অফিসে প্রায় ৩০০৪১ টি শূন্যপদে কর্মী নিয়োগ।

দুয়ারে শাড়ি (Duare Saree Scheme) কর্মসূচি চালু করার উদ্দেশ্য ?

মূলত গরিবরা যাতে উৎসবের মরশুমে নতুন পোশাক কিনে পড়তে পারেন তার জন্যই ‘দুয়ারে শাড়ি’ প্রকল্প নিয়ে আসা হয়েছে।

দুয়ারে শাড়ি প্রকল্পের মাধ্যমে কি কি পোশাক পাওয়া যাবে ?

এখানে শাড়ি, লুঙ্গি, ধুতি, গামছা সহ অন্যান্য বস্ত্র কিনতে পারবেন সাধারণ মানুষ।রাজ্য সরকারের কর্মীরা ছোট ছোট গাড়িতে করে পাড়ায় পাড়ায় পাড়ায় গিয়ে বিক্রি করবেন। এই ভ্রাম্যমাণ গাড়ি থেকেই আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষজন শাড়ি এবং অন্যান্য বস্ত্ৰ কিনতে পারবেন।

কত দামের মধ্যে বস্ত্র বিক্রি করা হবে?

এখানে মাত্র ৭০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২০০ টাকার মধ্যে বস্ত্র থাকবে। এতো কম টাকায় শাড়ি হলেও গুণমানে খামতি থাকবে না। দুঃস্থ মানুষদের নাগালের মধ্যে যাতে দাম থাকে তারজন্যই কম দাম ধার্য করা হয়েছে। মূলত গরিবদের জন্য এই প্রকল্প (wb gov duare saree scheme) চালু হলেও দুয়ারে শাড়ির গাড়ি থেকে নতুন শাড়ি কেনার কোনও বাধা-নিষেধ নেই।

যে কোনও ব্যক্তি সেখান থেকে শাড়ি কিনতে পারবেন। তবে আপাতত পূর্ব বর্ধমান জেলায় এই দুয়ারে শাড়ি প্রকল্প চালু হচ্ছে। পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার রাস্তাঘাটে এই বস্ত্র বিক্রির আয়োজন করা হয়েছে। এই কর্মসূচি আগামী পনেরো দিনের মধ্যেই চালু হয়ে যাবে বলে খবর। আপাতত পূর্ব বর্ধমান জেলায় এই দুয়ারে শাড়ি শুরু হলেও দুর্গাপুজোর আগে অন্যান্য জেলাতেও এই কর্মসূচি চালু হতে পারে বলে শোনা যাচ্ছে।

আরও পড়ুন – ICDS Recruitment – রাজ্যে ICDS কর্মী ও সহায়িকা পদে কর্মী নিয়োগ, এই নিয়োগ সমন্ধে বিস্তারিত জেনে নিন।

Join Join