এবারে ইঞ্জিনিয়ারিং ছাত্র-ছাত্রীরা বছরে পাবে ৭৫ হাজার টাকা!

Schaeffler India Hope Engineering Scholarship – ভারতবর্ষে এমন বহু ছাত্র-ছাত্রী রয়েছে যারা ইঞ্জিনিয়ারিং পড়তে চায় কিন্তু অর্থের অভাবে পড়তে পারে না। আবার এমনও বেশকিছু প্রাইভেট সংস্থা রয়েছে যারা ছাত্র-ছাত্রীদের বৃত্তি দিয়ে পড়াশোনা করতে আরও আগ্রহী করে। তেমনি যে সমস্ত ছাত্র ছাত্রীরা ইঞ্জিনিয়ারিং পড়তে চাই কিন্তু অর্থের অভাবে পড়তে পারছে না তাদের জন্য এক প্রাইভেট কোম্পানি Schaeffler India এর রয়েছে একটি স্কলারশিপ যার নাম Schaeffer India Hope Engineering Scholarship

একটি ভালো কলেজে এ ইঞ্জিনিয়ারিং এর পড়াশোনা সম্পূর্ণ করা খুবই ব্যয়বহুল তাই নিম্নবিত্ত পরিবারের ক্ষেত্রে সেটা সম্ভব হয় না, আর্থিক অনটনের কারনে অনেক এই ধরনের মেধাবী শিক্ষার্থীরা তাদের জীবন লক্ষ্যে পৌছাতে পারে না। তাই Schaffer India এই ধরনের পরিবারের মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে তাদের এগিয়ে নিয়ে যেতে চাইছে।

আরও পড়ুন – SMS এর মাধ্যমে খুব সহজেই লিংক করুন আপনার প্যান ও আঁধার

এই স্কলারশিপ এ আবেদন করতে গেলে আপনার কি কি যোগ্যতা লাগবে?
১) আবেদনকারী কে অবশ্যই একজন ভারতীয় নাগরিক হতে হবে।
২) ক্লাস টুয়েলভে অবশ্যই ৬০ শতাংশের বেশি নাম্বার থাকতে হবে।
৩) আবেদনকারী কে ভারতবর্ষের যেকোন স্বিকৃত College এ Engineering Degree তে প্রথম বর্ষে নথিভুক্ত থাকতে হবে।
৪) আবেদনকারী কে নিম্নলিখিত ইঞ্জিনিয়ারিং কোর্স গুলি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইন্সট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং মধ্যে একটিতে অবশ্যই ভর্তি হতে হবে
৫) Schaeffler India বা Buddy4Study এই দুই কোম্পানির সঙ্গে যুক্ত কোন ব্যক্তি বা ব্যক্তির বাড়ির লোক এই স্কলারশিপের জন্য আবেদনযোগ্য নয়।
৬) আবেদনকারীর বার্ষিক আয় 5 লক্ষের কম হওয়া আবশ্যিক।
এই স্কলারশিপে আবেদন করলে আপনি প্রতি বছরে ৭৫ হাজার অব্দি টাকা পাবেন। এ টাকা আপনি আপনার পড়াশোনার কাজে হোস্টেল ফি দেওয়ার কাজে অথবা পড়াশোনার কোন জিনিসপত্র কেনার কাজে ব্যবহার করতে পারবেন।

Schaeffler India Hope Engineering Scholarship এর আবেদন পদ্ধতি?
এই স্কলারশিপে আবেদন করার প্রক্রিয়াটি পুরোপুরিভাবে অনলাইন প্রক্রিয়া। নিচে প্রক্রিয়াটি স্টেপ বাই স্টেপ বলা হলো:
১) প্রথমে আপনাকে buddy4study এর ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
২) এখানে আপনাকে Schaeffler India Hope Engineering Scholarship পেজটি খুঁজে বের করতে হবে।
৩) এরপর স্টার্ট অ্যাপ্লিকেশন অপসনে ক্লিক করতে হবে।
৪) Online  আবেদনপত্রে প্রয়োজনীয়  নথি দিয়ে বিবরণ টি পূরণ করতে হবে
৫) টারজ এন্ড কন্ডিশন সেট পাশে টিক চিহ্নে ক্লিক করে preview অপশন এ ক্লিক করুন। এবং তারপরে পুরো ফর্মটি ভালোভাবে চেক করে সাবমিট বাটনে চাপ দিন।

এই স্কলারশিপে (Engineering Scholarship) আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজনীয়?

১) পাসপোর্ট সাইজ ছবি
২) আধার কার্ড
৩) ফ্যামিলি ইনকাম প্রুফ
৪) ক্লাস টেন ও টুয়েলভ এর রেজাল্ট
৫) এডমিশন লেটার।
৬) ব্যাংকের পাসবুক
৭) কলেজের ফি জমা দেওয়ার রিসিপ্ট।

এই স্কলারশিপ নিয়ে বিস্তারিত জানতে আপনি নিচে দেওয়া নাম্বার ও email এড্রেস এর মাধ্যমে যোগাযোগ করতে পারেন: Phone Number :- 011-430-92248 (Ext- 132) (Monday to Friday – 10:00AM to 6PM)
Email:- schaeffler@buddy4study.com 
তবে ২০২৩ এর জন্য এই স্কলারশিপের আবেদন কবে শুরু হবে এবং কবে তা শেষ হবে তা নিয়ে এখনো অবধি কিছু জানানো হয়নি। তবে খুব শীঘ্রই এ নিয়ে আপডেট দেবে তারা।

আরও পড়ুন – অবশেষে রাজ্যে সুখবর!পশ্চিমবঙ্গে ICDS অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ

Join Join