Aadhaar PAN Link – আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করেছেন? যদি এখনও পর্যন্ত না করে থাকেন, তাহলে এই প্রতিবেদনটি অবশ্যই পড়ে নিন। তা না হলে যথেষ্ট সমস্যার সম্মুখীন হবেন। কেন্দ্রীয় সরকার আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক (Aadhaar PAN Link) করার জন্য নির্দিষ্ট সময়সীমা ধার্য করে দিয়েছিল।
অনেকেই হয়তো আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক (Aadhaar PAN Link) করতে পারেননি। কেন্দ্রীয় সরকারের তরফে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করার জন্য যে নির্দেশিকা জারি করা হয়েছিল, তার সময়সীমা নির্দিষ্ট করে দেওয়া ছিল। তার পরবর্তী ক্ষেত্রে যে সময় সীমা বাড়ানো হয়, সেখানে ১ হাজার টাকা জরিমানা দিয়ে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক করা যাচ্ছিল।
সেক্ষেত্রে অবশ্য অধিকাংশ সাইবার ক্যাফে অর্থাৎ যেখানে সাধারন মানুষ গিয়ে আধারের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করবেন, সেখানে ১ হাজার টাকার সঙ্গে আরো ২০০ থেকে ৪০০ টাকা বেশি নেওয়া হচ্ছিল। যদিও সেই ব্যাপারে সরকারের তরফে কোনো হস্তক্ষেপ করতে দেখা যায়নি।
আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড (Aadhaar PAN Link) লিঙ্ক না করলে কি হবে?
আধার- প্যান লিংক করতে হবে, তাই সাধারণ মানুষ ছুটোছুটি করে যতখানি সম্ভব সেই কাজটি সম্পন্ন করার চেষ্টা করেছেন। যাদের আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক (Aadhaar PAN Link) করা হয়নি (If Aadhaar PAN Link Not Done PAN is Cancelled) তাদের প্যান কার্ডটি এবার নিষ্ক্রিয় হয়ে যাবে। সরকারি নির্দেশিকা অনুযায়ী নির্দিষ্ট সময়সীমার মধ্যে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিংক না করা হলে প্যান কার্ডটি বাতিল বলে গণ্য হবে। আর এই মুহূর্তে প্যান কার্ড আর্থিক লেনদেনের ক্ষেত্রে খুবই জরুরী নথি।
প্যান কার্ড বাতিল হয়ে গেলে আপনার ব্যাংকিং সেক্টর থেকে আর্থিক ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ কাজকর্মই করতে পারবেন না। তাই যদি প্যান (Aadhaar PAN Link) কার্ড বাতিল হয়ে থাকে, তাহলে পুনরায় অ্যাক্টিভেট (PAN Activate) করতেই হবে। বর্তমানে আয়কর বিভাগের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, প্যান কার্ড এর ক্ষেত্রে সরকারি নিয়ম লঙ্ঘন করলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। আর তাহলে আপনার ব্যাংকিং ক্ষেত্রে সমস্ত কাজকর্ম বন্ধ হয়ে যাবে। ফলে যথেষ্ট সমস্যায় পড়বেন।
তবে চিন্তার কোনো কারণ নেই। আপনার প্যান কার্ড নিষ্ক্রিয় বা বাতিল হয়ে গেলেও আপনি পুনরায় তা অ্যাক্টিভেট করতে পারবেন। কিভাবে সেই কাজটি করবেন জেনে নিন। বাতিল হওয়া প্যান কার্ড পুনরায় অ্যাক্টিভেট করতে হলে প্রথমেই পাবলিক কনভেনিয়েন্স সেন্টারে (Public Convenience Center) যেতে হবে। সেখানে গিয়ে PAN Activate করার জন্য আবেদন করতে হবে।
তবে হ্যাঁ, এই অ্যাক্টিভেট এর কাজ সম্পন্ন করতে গেলে বিনামূল্যে হবে না। এর জন্য আপনাকে পকেটের টাকা খরচ করতে হবে। ১ হাজার টাকা চার্জ দিতে হবে। তবেই আপনার (Aadhaar PAN Link) প্যান কার্ড অ্যাক্টিভেট হবে। পাবলিক কনভেনিয়েন্স সেন্টারে গিয়ে প্যান কার্ড অ্যাক্টিভেট এর জন্য আবেদন করে প্রক্রিয়াটি সম্পন্ন করলে একমাস পর প্যান কার্ড পুনরায় অ্যাক্টিভেট হয়ে যাবে। যেহেতু প্যান কার্ড বাতিল (Aadhaar PAN Link) হয়ে গেলে বহু গুরুত্বপূর্ণ কাজ করতে পারবেন না, তাই যত শীঘ্রই সম্ভব পাবলিক কনভেনিয়েন্স সেন্টারে (PCC) গিয়ে বাতিল হয়ে যাওয়া প্যান কার্ডটি পুনরায় অ্যাক্টিভেট করার জন্য আবেদন করুন।
আরও পড়ুন- স্বাস্থ্য সাথীর কার্ডে মিলবে ১০০০ টাকা, এক বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের