Aadhar card update – হাতে আর ১৩ দিন, বাড়িতে বসে এই পদ্ধতিতে বিনামূল্যে আপডেট করুন আপনার আধার !

Aadhar card update – বর্তমানে ভারতীয় নাগরিকদের কাছে তাদের আধার কার্ড তাদের একটি সবথেকে গুরুত্বপূর্ণ নথি। মোবাইলের নতুন সিমের কানেকশন নেওয়া থেকে ব্যাংকের একাউন্ট খোলা সমস্ত কিছুতেই প্রয়োজন এই আধার কার্ড। কিন্তু এই আধার কার্ডে কোনরকম সংশোধন করতে গেলে আপনাকে আধার কেন্দ্রে গিয়ে লম্বা লাইনে দাঁড়াতে হয়। কিন্তু সেই দিন শেষ, uidai আধার কার্ড আপডেট (Aadhar card update) নিয়ে একটি বড় সুখবর নিয়ে এসেছে আপনাদের জন্য। তিন মাস সম্পূর্ণ বিনামূল্যে বাড়িতে বসে আপনি আপনার আধার কার্ডের ডাটা আপডেট করাতে পারবেন। ১৫ই মার্চ থেকে ১৪ই জুন অব্দি চলবে এই কাজ।

যেই কাজটি আগে আপনাকে আপনার নিকটবর্তী আধার সেন্টারে গিয়ে করাতে হতো সেই কাজটি আপনি এখন বাড়িতে বসে করতে পারছেন। প্লাস আধার কেন্দ্রে গিয়ে ডেটা আপডেট (Aadhar card update) করালে আধার কেন্দ্র থেকে আপনাকে ৫০ টাকা চার্জ করা হয় এবং সেটি যদি প্রাইভেট আধার কেন্দ্র হয় তাহলে সেই চার্জ আরো বেশি হতে পারে। কিন্তু বাড়ি বসে সরকারে দেওয়ায় নতুন পদ্ধতিতে কাজ করলে এটি একেবারে বিনামূল্যে করা যাবে।

আরও পড়ুন – Sikshashree Scholarship – রাজ্য সরকারের এই প্রকল্পের মাধ্যমে মেধাবী ছাত্র-ছাত্রী প্রতিমাসে ৮০০ টাকা পাবেন।

সঙ্গে আধার কেন্দ্রে এই কাজ করার জন্য লম্বা লাইন থাকে, আপনি সেই লম্বা লাইন এড়িয়ে নিজের সময় মত বাড়িতে বসেই করে নিতে পারবেন Aadhar card update. কিন্তু এটি আপনাকে ১৪ই জুনের মধ্যে শেষ করতে হবে। ১৪ ই জুনের পর আপনি এই কাজ আর বাড়ি বসে ফ্রিতে করতে পারবেন না তখন কিন্তু আপনাকে আবার আধার কেন্দ্রেই ছুটতে হবে। চলুন তাহলে জেনে নেওয়া যাক বাড়ি বসে আঁধারের ডাটা আপডেট (Aadhar card update) করার পদ্ধতি।

কি ভাবে করবেন আঁধারে সমস্ত ডেটা আপডেট (Aadhar card update)?

সর্বপ্রথম আপনাকে আধারের অফিসিয়াল ওয়েবসাইট https://myaadhaar.uidai.gov.in/ ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটে আসার পর কিছুটা নিচের দিকে ট্রল করলে আপনি ডকুমেন্ট বলে একটি অপশন দেখতে পাবেন সেই অপশনে আপনাকে ক্লিক করতে হবে।

ঠিক এখান থেকেই আপনি আপনার আঁধারে সমস্ত ডেটা আপডেট (Aadhar card update) করতে পারবেন। এবং এই কাজটি আপনি সম্পূর্ণ ফ্রিতে বাড়ি বসেই করতে পারবেন এর জন্য আপনার লাগবে না কোন রকম চার্জ। এই কাজটি আপনাকে আধার কেন্দ্র থেকে করালে ৫০ টাকা দিতে হতো কিন্তু বাড়িতে বসেই আপনি ফ্রিতে করে নিতে পারছেন এই কাজটি।

আরও পড়ুন – Jio Recharge Plans – Jio-র একটা রিচার্জে পরিবারের সকলে আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারবেন।

Join Join